ওয়েব ডেস্ক:
বুধবার আরও ৪ কংগ্রেস প্রার্থীর নাম ঘোষণা করল কংগ্রেস।
আগেই রাজ্যের ৩৬ কেন্দ্রের প্রার্থীর নাম প্রকাশ করেছিল তারা। বুধবার আরও চার কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করা হল। অর্থাত্ এখনও অবধি মোট ৪০ কেন্দ্রে প্রার্থী দিল কংগ্রেস। উল্লেখ্য, দল আগেই জানিয়ে ছিল ২ টি কেন্দ্রে তাঁরা প্রার্থী দেবে না।
Congress Central Election Committee announces the next list of candidates for the ensuing elections to the Lok Sabha. pic.twitter.com/gQ3ddKosCR
— Congress (@INCIndia) April 3, 2019
বিধান ভবন থেকে জানানো হল, উত্তর কলকাতায় প্রার্থী সইদ শাহিদ ইমাম। ঘাটালে কংগ্রেস প্রার্থী খন্দকার মহম্মদ সইফুল্লা। বিশ্বরূপ মণ্ডলকে প্রার্থী করা হয়েছে আসানসোলে।