ওয়েব ডেস্ক :
তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য প্রস্তুত হল উত্তর কোরিয়া। মঙ্গলবার নতুন মিসাইল লঞ্চ করল উত্তর কোরিয়া। যা ক্ষেপণ করার পরের উচ্চতা হয়ে দাঁড়াবে ২৫০০ কিলোমিটার। এ প্রসঙ্গে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে জাপানের প্রতিরক্ষামন্ত্রক জানিয়েছে, আইসিবিএম(ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল)-এর তাত্ত্বিক যুক্তির সঙ্গে মিলে যাচ্ছে এই নতুন মিসাইলের উচ্চতার পরিমাপ।
এই মিসাইলটি উচ্চতায় পৌঁছেছে প্রায় ২৫০০ কিলোমিটার, ৪০ মিনিট ধরে ৯০০ কিলোমিটার অতিক্রম করেছে এটি। যেটি অবতরণ করে জাপানের এক্সক্লুসিভ ইকোনমিক জোনের সমুদ্রপৃষ্ঠে।
অন্যদিকে মিডলব্যুরি ইন্সটিটিউট অফ ইন্টারন্যাশনাল স্টাডিস-এর পূর্ব এশিয়ার ননপ্রলিফিরেশন প্রোগ্রামের ডিরেক্টর জেফরি লিউস টুইট করে জানান, এই মিসাইলটি আইসিবিএম।
যদিও উত্তর কোরিয়ার এই সফল অস্ত্র ক্ষেপন চিন্তার ভাঁজ ফেলে আমেরিকার কপালে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাণকেন্দ্রে সরাসরি আঘাত হানার ক্ষমতা রাখে এই আইসিবিএম-টি। সেইসঙ্গে বিশেষজ্ঞরা জানান, এটি আলাস্কা অবধি পৌঁছে যেতে পারে।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন