ওয়েব ডেস্ক
গোলপার্কের শ্রী রামকৃষ্ণ ইনস্টিটিউটে পালিত হল ভগিনী নিবেদিতার সমাপন অনুষ্ঠান। ভগিনী নিবেদিতা সার্ধ্ব-শতবর্ষ উৎযাপন সমিতির তরফে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও ছিলেন, বিবেকানন্দ কেন্দ্র, কন্যাকুমারি কলকাতা নিবেদিতা শক্তি, সংস্কার ভারতী ও বিবেকানন্দ বিজন সমিতি। সমাপন অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। কুইজ, বসে আঁকো প্রতিযোগিতার মতো নানান প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় অসংখ্য স্কুলের পড়ুয়ারা অংশ গ্রহণ করে। রাজ্য স্তরেও নানান প্রতিযোগিতার আয়োজন করা হয়। গত ৭ তারিখ সেই অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন স্কুল থেকে অংশ নেন ৫৬ জন ছাত্রী। পরম শ্রদ্ধার সঙ্গে এদিনের অনুষ্ঠান পালন করা হয়। অসংখ্য মানুষের সমাগম হয় এদিনের অনুষ্ঠানে। শহরের নানা প্রান্ত থেকে এমনকি রাজ্যের নানান প্রান্ত থেকেও ভগিনী নিবেদিতাকে শ্রদ্ধা জানতে অসংখ্য মানুষের সমাগম হয়।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan