নীল বণিক
দক্ষিণ সিকিমেই লুকিয়ে মোর্চা সুপ্রীমো। তাঁর ফোনের টাওয়ার লোকেশান করে জানতে পেরেছেন গোয়েন্দারা। সূত্রের খবর, শেষ দুদিনে গুরুঙ্গের টাওয়ার লোকেশান এখন গোয়েন্দাদের হাতে। এমনকি সিআইডির হাতে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে বলে গোয়েন্দা সূত্রের খবর। সিকিমের বেশ কয়েক জন প্রভাবশালী ব্যাক্তির সঙ্গে যোগাযোগ রয়েছে তাঁর। তাঁদের অডিও গোয়েন্দারা ইতিমধ্যেই নিজেদের হেফাজতে নিয়েছেন। অন্যদিকে সিকিম পুলিশের পক্ষ থেকে রাজ্য পুলিশকে বৃহস্পতিবার জানিয়ে দেওয়া হয়েছে গুরুঙ্গ কেন কোনও মোর্চানেতাকেই আশ্রয় দেযনি সিকিম পুলিশ। সিকিম পূলিশের দেওয়া এমন চিঠিতে আখেরে রাজ্য পুলিশের লাভ হয়েছে বলে মনে করছেন গোয়েন্দারা। এরপর সিকিম গিযে গুরুঙ্গকে ধরতে বাধা পেলে সিকিম পুলিশের বিরুদ্ধে আদালতে যেতে সুবিধে হবে। তথ্য প্রমান হাতে থাকায় সিকিম পুলিশকে সহজেই আদালতে বেকায়দায় ফেলা করা যাবে বলে মনে করছেন সিআইডির গোয়েন্দারা। তবে এখনই সিকিম পুলিশের বিরুদ্ধে আদালতে যেতে নারাজ সিআইডি। সব দেখে শুনেই আদালতের দ্বারস্থ হবেন বলে জানান সিআইডির এক কর্তা।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan