নিজস্ব সংবাদদাতা
তিন দিনের বীরভূম সফরে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যাপাধ্যায়। তার মধ্যে বুধ ও বৃহষ্পতিবার দু’দিন মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকের জন্য আহম্মদপুর ও জয়দেবে মিটিং থাকায় জেলার প্রাশ ৪০০ বাস তুলে নেওয়া হয়েছে। ব্যাপক সমস্যায় পড়েছেন সাধারণ যাত্রী থেকে সরকারী – বেসরকারি অফিসে কর্মরত চাকুরিজীবীরা। বুধবার আহম্মদপুরের সভার জন্য নানুর, লাভপুর, সিউড়ী, মোল্লারপুর, সাঁইথিয়া সহ একাধিক রুটের বাস তুলে নেওয়া হয়। একই ভাবে বৃহস্পতিবার জয়দেবের সভায় বোলপুর, ইলামবাজার, সিউড়ী, বর্ধমানের গুসকরা,ভেদিয়া, দূর্হাপুর রুটেরও প্রচুর বাস তুলে নেয় শাসক দল। মমতা বন্দ্যাপাধ্যায়ের মিটিংয়ের জন্য বোলপুর-জামবনী বাসস্ট্যান্ডে সকাল দশটার পর যেন অঘোষিত বনধের চেহারা নেয়।
মুখ্যমন্ত্রীর মিটিংয়ের জন্য বাস তুলে নেওয়ায় যাত্রী সাধারণ ব্যাপক সমস্যায় পড়েছেন। এই সুযোগে কিছু ট্যাক্সি-টোটো আবার বেশী পয়সা নিয়ে লোক নিয়ে যাচ্ছে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan