ওয়েব ডেস্ক
চিন সহ প্রতিবেশী দেশগুলির প্রতি শান্তি বজায় রাখার বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর। ডোকালাম ইস্যুতে ইন্দো-চিনের সমস্যার খুব তাড়াতাড়ি সমাধান বের করা হবে। এমনই জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। সোমবার ইন্দো তিবেতান বর্ডার পুলিশের এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি আর বলেন যে, আশা করা যায় চিনও ইতিবাচক মনোভাব প্রকাশ করবে ডোকালাম সীমান্ত সমস্যা সমাধানে। শুধুমাত্র চিন নয়, প্রতিবেশী দেশগুলিরও উদ্দেশ্যেও স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ভারত সবসময় শান্তি বজায় রাখতে চায়। এদিন তিনি আরও বলেন যে, সীমানা রক্ষা করার ক্ষেত্রে ভারতীয় সেনাবাহিনীর সমস্ত রকমের শক্তি রয়েছে। উল্লেখ্য, ডোকালাম ইস্যুতে ভারত-চিন সমস্যা দিনে দিনে বেড়েই চলেছে। কিন্তু সেই সমস্যা থেকে বেরনোর কোনও রকম সমাধান সূত্র এখনও পর্যন্ত পাওয়া যায়নি। ডোকালাম ইস্যুতে বেশ কয়েকবার কোণঠাসা হয়েছে প্রতিবেশী দেশ চিন। এমনকি ভুটানও ডোকালাম ইস্যুতে ভারতের পাশে থেকেছে। তাই স্বরাষ্ট্রমন্ত্রীর এই বার্তার পর কিছুটা হলেও আশার আলোর দেখা মিলল ডোকালাম ইস্যুতে।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন