নীল বণিক :
সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে কোনও অনুষ্ঠানে কোনওরকম অপ্রীতীকর ঘটনা চায় না রাজ্য সরকার। তাই রামনবমী ঘিরে ব্যাপক তৎপরতা রাজ্য ও কলকাতা পুলিশের গোয়েন্দা মহলে। গত বছর রাজ্য জুড়ে রাম নবমী পালন করেছিল বজরং দল এবং বিশ্বহিন্দু পরিষদ। এই দুই হিন্দু সংগঠনের রাম নবমীর অনুষ্ঠান বাতিল করতে আসরে নেমেছিল পুলিশ। তার জন্য হিন্দু সংগঠন গুলি আদালতের দারস্থ হয়। কলকাতা হাইকোর্ট পুলিশের অতিসক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছিল। যার ফলে মুখ পুড়েছিল রাজ্যের। তাই ১৪ ই মার্চ এবারের রাম নবমী ঘিরে আগে থাকতেই সতর্ক কলকাতা ও রাজ্য পুলিশের গোয়েন্দারা। সূত্রের খবর রাম নবমীতে কোনও হিন্দু সংগঠনের মিছিল আটকাবে না পুলিশ। তার পাশাপাশি হিন্দু সংগঠন গুলিকে আগে থাকতে নির্দিষ্ট মিছিলের রুট ম্যাপ জানাতে হবে পুলিশকে। সময় জানাতে হবে স্থানীয় প্রশাসনকে। এরপরেও রাজ্যের গোয়েন্দারা চুপ করে বসে নেই। হিন্দু সংগঠন গুলির অনুষ্ঠানই সূচী জানতে তৎপর তাঁরা। রাম নবমীর হিন্দু সংগঠন গুলির মিছিলে পর্যাপ্ত পুলিশের ব্যাবস্থা করবে রাজ্য বলে জানা গিয়েছে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan