নীল বণিক
যতদিন যাচ্ছে ততই সিবিআইয়ের ফাঁসে কন্ঠরুদ্ধ হয়ে আসছে তূণমূল নেতাদের! এবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তদন্তের ফাঁসে জড়ালেন কলকাতা পুরসভার ডেপুটি মেয়র ইকবাল আহমেদ। নারদার তদন্তের গতি এগোতে ইকবালের হোটেলে হানা দেয় সিবিআইয়ের বিশেষ দল। সেখানে ম্যাথুর কাছ থেকে যে ঘরটিতে বসে টাকা নিয়েছিলেন এদিন সেই ঘরে প্রথমে যান তদন্তকারী দলটি। পরে হোটেলের দুজন কর্মচারীকেও প্রাথমিক তদন্তের জন্য জেরা করেন গোয়েন্দারা। সব কিছুর শেষে কেন্দ্রীয় গোয়েন্দারা নারদা কান্ডের পুর্ননির্মানও করেন। তাছাড়া নারদা কান্ডের তদন্তের অগ্রগতির জন্য কলকাতার আরও একটি হোটেলে সিবিআইয়ের আরেকটি বিশেষ দল হানা দেয়।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan