নীল বণিক
তিন কাস্টমস কর্তার বাড়িতে সকাল সকাল সিবিআই হানা। সূত্রের খবর পূর্বাঞ্চলের কাস্টমসের ডেপুটি কমিশনার নবনীত কুমারের উত্তর চব্বিশ পরগনার বিরাটির বাড়িতে সিবিআই তল্লাশি চালায়। এছাড়া এই দফতরের আরও তিন আধিকারিকের বাড়িতে সকালেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার একটি বিশেষ দল হানা দেয়। দিল্লি থেকে এক বিশেষ সিবিআইয়ের দল এই তল্লাশি অভিযান চালায়।
সূত্রের খবর কাস্টমসের ডেপুটি কমিশনারের বিরুদ্ধে একশো কোটি টাকার দুর্নীতির অভিযোগের তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বাংলা ও বিহারের মোট এগারোটি জায়গাতে এই দুর্নীতির তদন্তে হানা দেন তদন্তকারীরা। কাস্টমসের ডেপুটি কমিশনারের বাড়ি থেকে বেশ কিছু নথিপত্র উদ্ধার হয়েছে বলেও সূত্রের খবর।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan