নীল বণিক
রাজ্যের এক প্রভাবশালী মন্ত্রীর কোমরে দড়ি পরাতে এবার তৎপর হল সিবিআই।
চিটফান্ড কাণ্ডে রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী তথা শাসক দলের অন্যতম প্রথমসারির এক নেতা সরাসরি যুক্ত বলে জানতে পেরেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। রাজ্যে শাসকদলের কয়েকজন মন্ত্রীর বদান্যতায় চিরাগ কোম্পানি বেআইনি চিটফান্ড ব্যবসা চালিয়েছে বলে সিবিআইয়ের হাতে প্রমান এসেছে। এমনকি সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়া মাতন সিংহ, চিরাগের আর্থিক তছরুপ কাণ্ডে রাজ্যের দুই মন্ত্রীর নাম গোয়েন্দাদের জানিয়েছেন বলে সূত্রের খবর। শাসক দলের এক মন্ত্রী, চিরাগ কর্তা ও মাতন সিংহেরর সঙ্গে বহুবার বৈঠক হয়েছে। সেই বৈঠকে মূলত চিটফান্ডের টাকায় চ্যানেল কেনাবেচা নিয়ে আলোচনা হয়েছে। তাছাড়া চিটফান্ডের কালো টাকা কিভাবে সাদা করা যায় তা নিয়েও প্রয়াগ কর্তার সঙ্গে একাধিকবার বৈঠক করেন রাজ্যের এক প্রভাবশালী মন্ত্রী। গোয়েন্দাসুত্র মারফত এইসব তথ্য এখন উঠে আসছে।
সেই প্রভাবশালী মন্ত্রীর বিরুদ্ধে প্রমান জোগাড় করতেই ডালহৌসিতে ১২ গর্ভমেন্ট প্লেস বিল্ডিং ছাড়াও, হাওড়া উত্তরে চিরাগের অফিসে আজ, বুধবার তল্লাসি চালায় সিবিআই।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan