ঈষাণিকা ভোরাই
শেষ পর্যন্ত ঝুলির বিড়াল বাইরে বেরিয়েই এল!
আর ঝুলির বিড়ালকে বাইরে বের করার কাজটা কোনও বিরোধী দলের কাউকে করতে হল না, করলেন স্বয়ং শাসক দলেরই বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী রবিরঞ্জন চট্টোপাধ্যায়। আর রবিরঞ্জন বিড়াল বের করলেন একেবারে বিধানসভার মধ্যেই উচ্চশিক্ষা দফতরের বাজেট বিতর্কে অংশ নিয়ে। বুধবার ছিল বিধানসভায় উচ্চ শিক্ষা দফতরের বাজেট বিতর্ক। সেই বিতর্কে অংশ নিয়েই রবিরঞ্জনের মন্তব্য, “কোয়ালিটি এডুকেশনের জন্য রাজ্য সরকারের কি প্রচেষ্টা, তা চোখে পড়ছে না। রাজ্য সরকার কি করছে? শুধু টাকা খরচ করাই সরকারের একমাত্র কাজ নয়। টাকাতো সরকারকে দিতেই হবে; কিন্তু উচ্চশিক্ষার মান উন্নয়ন না করা গেলে তার কোনও মানে হয় না।” বর্তমান শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে কিছুটা ঘুরিয়ে সমালোচনাও করেন প্রাক্তন মন্ত্রী রবিরঞ্জন চট্টোপাধ্যায়। তাঁর বক্তব্য, “শিক্ষা মন্ত্রী চেষ্টা করছেন না এমনটা বলছিনা; কিন্তু চেষ্টার কোনও সুফল দেখতে পাচ্ছি না”। মুখ্যমন্ত্রী প্রায় প্রতিটা ভাষণেই বিরোধীদের কটাক্ষ করে বলেন যে, রাজ্যে এত উন্নয়ন হচ্ছে সেটাকে বিরোধীরা দেখতে পাচ্ছে না। বিরোধীদের চোখে কী ন্যাবা হয়েছে! কিন্তু তাঁর নিজের দলের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী বিধানসভায় দাঁড়িয়েই বলে দিলেন, অন্তত শিক্ষা ক্ষেত্রে সরকারি প্রচেষ্টার কোনো সুফল তিনি দেখতে পাচ্ছেন না। সরকারকে অস্বস্তিতে ফেলা শাসক দলের শিক্ষক বিধায়কের এই কথা যে বিরোধীদের হাতে নতুন অস্ত্র তুলে দিল তা বলাই যায়।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan