নীল বণিক
নারদাকাণ্ডের পুনর্নির্মাণ রাজ্যের শাসক দলের প্রাক্তন মন্ত্রীর বাড়িতে! এদিন সকালে সিবিআইয়ের চার সদস্যের বিশেষ প্রতিনিধি দল হানা দেয় শাসক দলের এক সময়ের প্রভাবশালী নেতা মদন মিত্রের বাড়িতে। উল্লেখ্য, নারদাকাণ্ডের তদন্তে দক্ষিণেশ্বরের ফ্ল্যাটে যাওয়ার কথা মদন মিত্রকে আগেই জানিয়ে দেন সিবিআইয়ের আধিকারিকেরা।
সেই মতোই এদিন সকালে চার সদস্যের সিবিআইয়ের বিশেষ দল হানা দেয় তাঁর বাড়িতে। সেখানে নারদার ঘটনার পুনর্নির্মাণ করা হয়। এমনকি পুরো ঘটনাটি ভিডিও ফটোগ্রাফি করেন সিবিআইয়ের আধিকারিকেরা। এবিষয়ে মদন মিত্রকে প্রশ্ন করা হলে তিনি জানান, আগেও যেমন তিনি নারদার তদন্তে সাহায্য করেছেন ঠিক তেমনই ভবিষ্যতেও নারদার তদন্তে সাহায্য করবেন।
সূত্রের খবর, নারদাকাণ্ডে অভিযুক্ত সমস্ত নেতা-মন্ত্রী ও এক আইপিএস অফিসারের বাড়িতে কালি পুজোর মধ্যেই ঘটনার পুনর্নির্মাণ করতে চলেছেন সিবিআই আধিকারিকেরা।