চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
প্রয়াত হলেন ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং। যিনি গত ৮ ডিসেম্বর তামিলনাড়ুতে হেলিকপ্টার দুর্ঘটনায় আহত হয়েছিলেন। তারপর থেকে হাসপাতালে ভরতি ছিলেন। বুধবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বুধবার ভারতীয় বায়ুসেনার তরফে একটি টুইটবার্তায় জানানো হয়েছে, “আজ সকালে গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং মারা গিয়েছেন। তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।”
প্রসঙ্গত, চলতি বছরেই শৌর্যচক্রে ভূষিত ক্যাপ্টেনের প্রয়াণে শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটারে তিনি বলেন, “গর্ব, সাহসিকতা এবং চূড়ান্ত দক্ষতার সঙ্গে দেশের সেবা করেছেন গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং। তাঁর প্রয়াণে আমি গভীরভাবে মর্মাহত। দেশের প্রতি তাঁর যে অসামান্য অবদান, তা কখনও ভুলে যাওয়া যাবে না। তাঁর পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা জানাচ্ছি। ওম শান্তি।”
গত ৮ ডিসেম্বর তামিলনাড়ুর সুলুর থেকে ওয়েলিংটন যাওয়ার উদ্দেশে আকাশে উড়েছিল সেনার এমআই-১৭, ভি- ৫ হেলিকপ্টার। সওয়ারি হিসেবে ছিলেন সস্ত্রীক সিডিএস বিপিন রাওয়ত-সহ ১৪ জন। বেলা ১২টা ৪০ নাগাদ নীলগিরির একটি চা বাগানের উপর আচমকাই ভেঙে পড়ে কপ্টার। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হেলিকপ্টারটি একটি গাছের সঙ্গে ধাক্কা লাগার পর তাতে আগুন ধরে যায়। তার পর আরও একটি গাছে ধাক্কা মেরে মাটিতে আছড়ে পড়ে হেলিকপ্টার। দুর্ঘটনায় সস্ত্রীক সিডিএস-সহ সকলের মৃত্যু হলেও বেঁচে গিয়েছিলেন গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংহ। তাঁর শরীরের ৪৫ শতাংশ পুড়ে গিয়েছিল বলে খবর। তাঁকে দ্রুত উদ্ধার করে নিকটবর্তী ওয়েলিংটনের সেনা হাসপাতালে ভর্তি করা হয়। পরিস্থিতির অবনতি হলে তাঁকে স্থানান্তরিত করা হয় বেঙ্গালুরুর সেনা হাসপাতালে। কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো গেল না তাঁকে।