Breaking News
Home / TRENDING / কলকাতায় কেন্দ্রের অর্থলগ্নিতে তৈরি অত্যাধুনিক ক্যান্সার হাসপাতাল, উদ্বোধনে মোদী!

কলকাতায় কেন্দ্রের অর্থলগ্নিতে তৈরি অত্যাধুনিক ক্যান্সার হাসপাতাল, উদ্বোধনে মোদী!

ওয়েব ডেস্ক:

উৎসবের মরসুমে এ রাজ্য তথা উত্তর ও উত্তর-পূর্ব ভারতের জন্য সুখবর। কেন্দ্রের অর্থলগ্নিতে কলকাতায় তৈরি অত্যাধুনিক ক্যান্সার হাসপাতাল। সব ঠিকঠাক চললে কয়েক মাসের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে উদ্বোধন হবে নিউ টাউনে চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতালের দ্বিতীয় ক্যাম্পাসটি।

প্রসঙ্গত, ক্যান্সারের চিকিৎসা করাতে অধিকাংশ ক্ষেত্রেই পশ্চিমবঙ্গের রোগীদের রাজ্যের বাইরে ছুটতে হয়। কিন্তু এবার কলকাতা লাগোয়া নিউ টাউনেই মিলবে মারণ ব্যধির সম্পূর্ণ অত্যাধুনিক চিকিৎসা। মিলবে নগণ্য খরচে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের অধীন এই হাসপাতালে থাকবে ক্যান্সার চিকিৎসার সবরকম সুযোগসুবিধাও। নিউক্লিয়ার মেডিসিনের সুবিধাও থাকছে। আগামী ফেব্রুয়ারিতে এই হাসপাতালের উদ্বোধন হওয়ার কথা রয়েছে। শুভ সূচনা করার কথা প্রধানমন্ত্রীর। একদিকে যখন কলকাতায় ক্যান্সারের চিকিৎসা বেশ ব্যায়বহুল। তার উপর চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতালে মাত্রাছাড়া চাপ। এসব কারণেই ক্যান্সারের চিকিৎসা করাতে ছুটতে হয় মুম্বই বা দক্ষিণ ভারতে। সেই অবস্থা বদলাতেই নিউ টাউনে তৈরি হয়েছে চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতালের দ্বিতীয় ক্যাম্পাসটি।

হাসপাতাল তৈরিতে খরচ হয়েছে ১০০০ কোটি টাকা। নয়া ক্যাম্পাসে থাকছে ৭৫০টি শয্যা। আধুনিক ক্যান্সার চিকিৎসার যাবতীয় প্রযুক্তি সহ। এমনকী রোগীর আত্মীয়দের থাকার জন্য অতিথিনিবাস ও চিকিৎসকদের আবাসনও থাকছে নিউটাউনে।

বিজেপি সাংসদ তথা স্বাস্থ্য বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান সুভাষ সরকার জানিয়েছেন, পশ্চিমবঙ্গের মানুষকে ক্যান্সারের বিপদ থেকে বাঁচাতে এই হাসপাতাল তৈরি করেছে কেন্দ্রীয় সরকার। কাজ প্রায় শেষ। সুভাষবাবু আরও বলেন, আমরা চাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই এই হাসপাতালের উদ্বোধন করুন। প্রধানমন্ত্রীর দফতরের সম্মতি মিললে ফেব্রুয়ারিতে উদ্বোধন হতে পারে হাসপাতাল। প্রাথমিক ভাবে ৪৭০টি শয্যা দিয়ে চালু হবে হাসপাতাল। পরে যোগ হবে আরও ২৮০টি শয্যা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *