ঈষানিকা ভোরাই
২০১৫ সাল থেকে শুরু হওয়া বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে ক্রমশ কমছে বিনিয়োগের প্রস্তাব। প্রথম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে এ রাজ্যে বিনিয়োগের প্রস্তাব এসেছিল প্রায় ২.৪৩ লক্ষ কোটি টাকার। যদিও সেই প্রস্তাবের অধিকাংশই ছিল বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের বিনিয়োগ। সেই সম্মেলনে উপস্থিত হয়েছিলেন তৎকালীন কেন্দ্রীয়মন্ত্রী নীতিন গডকড়ি। তখন অবশ্য কেন্দ্রের সঙ্গে রাজ্যের একটা মধুচন্দ্রিমার সম্পর্ক চলছিল। সেই সূত্রেই কেন্দ্রীয় জাহাজ মন্ত্রকের বিনিয়োগের প্রস্তাব ছিল ৪১ হাজার ৬০০ কোটি টাকার, পাশাপাশি সেইল-এর প্রস্তাব ছিল ৪০ হাজার কোটি টাকার ও এনটিপিসির প্রস্তাব ছিল ২০ হাজার কোটি টাকার। পরের বছর অর্থাৎ ২০১৬ সালের দ্বিতীয় সংস্করণে অবশ্য বিনিয়োগের প্রস্তাব প্রায় সাত হাজার কোটি টাকা বেড়ে হয় ২,৫০,১০৪ হাজার কোটি । কিন্তু ‘রাজনৈতিকভাবে সুস্থির’ রাজ্যে ২০১৭ সালে বিনিয়োগের প্রস্তাব কমে যায় প্রায় ১৫ হাজার কোটি। তৃতীয় শিল্প সম্মেলনে বিনিয়োগের প্রস্তাব ছিল ২,৩৫,২৯০ হাজার কোটি। এদিকে চতুর্থ সম্মেলনের আগে শুধু শিল্পমন্ত্রীর উপর নির্ভর না করে; শিল্পপতিদের উপস্থিতি ও বিনিয়োগ নিশ্চিত করতে সম্মেলনের পুরো জোয়ালটাই কাঁধে তুলে নিয়েছিলেন মুখ্যমন্ত্রী নিজেই। এমনকি মিত্তাল, আম্বানিদের উপস্থিতিতে আপ্লুত মুখ্যমন্ত্রী সম্মেলনের উদ্বোধন করে এই সম্মেলনকে একেবারে “টপ অফ দ্য টপ” বলে জানিয়ে দেন। তবে সম্মেলনের শেষ দিন মুখ্যমন্ত্রী জানালেন, এই টপ অফ দ্য টপ সম্মেলনে বিনিয়োগের প্রস্তাব এসেছে মাত্র ২.২০ লক্ষ কোটি টাকার। যা গত বছরের প্রস্তাব থেকেও ১৫ হাজার কোটি টাকা কম। এখানে অবশ্যই উল্লেখ করা প্রয়োজন যে প্রথম তিন বছরে যে প্রস্তাব এসেছে তার মাত্র ৩০ থেকে ৪০ শতাংশ বিনিয়োগ বাস্তবায়িত হয়েছে। উপস্থিতি যাই হোক না কেন; বিনিয়োগের প্রস্তাব যদি কোনও লক্ষণ হয়ে থাকে তাহলে তা কিন্তু ক্রমশ নিজের দিকেই যাচ্ছে বলে অভিমত তথ্যাভিজ্ঞ মহলের একাংশের।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
আরও পড়ুনঃ-
https://channelhindustan.com/2018/01/arunava-ghosh-copy/