নিজস্ব সংবাদদাতা :
সোমবার থেকে সংসদে ২০১৮ সালের বাজেট অধিবেশন শুরু হল। লোকসভা ও রাজ্যসভার দুই কক্ষে যৌথ অধিবেশনে ভাষণ দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। অন্যান্য বছরের মত এবছরও বাজেট অধিবেশনের শুরুতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুন জেটলি সংসদে পেশ করলেন দেশের অর্থনৈতিক সমীক্ষার রিপোর্ট। এই সমীক্ষার রিপোর্টে ২০১৮-১৯ সালে জিডিপি বৃদ্ধির হার ৭ থেকে ৭.৫ শতাংশ হবে বলে ঘোষণা করেছেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। চলতি বছরে জিডিপি বৃদ্ধির হার ৬.৭৫। অর্থনৈতিক রিপোর্টে তেলের দামবৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সার্ভিস সেক্টরে হবে ৮.৩ শতাংশ বৃদ্ধির আশা করা হয়েছে। বাজেটে কর্মসংস্থান, শিক্ষা, কৃষিকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। এই প্রথম রাজ্যের রপ্তানিকে সমীক্ষার রিপোর্টে রাখা হয়েছে। অন্যদিকে রিপোর্টে বিশেষ ভাবে উল্লেখ করা হয়েছে জিএসটির মত কর সংস্কারের ফলে আগামী বছর গুলিতে ব্যাপক লাভবান হবে দেশের অর্থনীতি।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan