ঋত্বিক মুখোপাধ্যায়
২০১৮ র বাজেট আগামি লোকসভা নির্বাচনের আগের শেষ পূর্ণাঙ্গ বাজেট। সেই অর্থে দেখতে গেলে এই বাজেট যতটা হিসেব মেলানোর তার থেকেও বেশি ভোটারদের কাছে পৌঁছাতে চাওয়ার। বৃহস্পতিবার যে বাজেট পেশ হল তা বোঝার আগে কয়েকটা কথা জেনে নেওয়া ভাল। সাম্প্রতিককালে যে সমস্ত উপনির্বাচন ও বিধানসভা নির্বাচন হয়েছে তাতে ভাল ফল করেনি বিজেপি। বিশেষ করে গ্রামাঞ্চলে তাদের গ্রাফ বেশ নিম্নমুখী। তাই ড্যামেজ কন্ট্রোল করতে যে এবারের বাজেটে গ্রামীণ ভারতকে গুরুত্ব দেওয়া হয়েছে তা স্বাভাবিক। এবারের বাজেটে যে তিনটি ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়েছে তা হল- কৃষি, স্বাস্থ্য এবং পরিকাঠামো। কৃষিক্ষেত্রে প্রান্তিক বা অত্যন্ত গরীব চাষিরা যাতে সরাসরি বড় উপভোক্তার কাছে ফসল বিক্রি করতে পারে সে ব্যবস্থা করা হবে। এবারের বাজেটে কৃষকদের ফসলের সঠিক দাম পাওয়ার জন্য সংস্থান রাখা হয়েছে। ফসলের সহায়ক মূল্যের দেড় গুন বেশি দাম দিতে পরিকল্পনা করবে সরকার। এই জন্য কৃষি বাজেটে মোদি সরকার ১১ লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছে। ফল চাষিদের জন্যও বাজেটে সুখবর দিয়েছেন জেটলি। সরাসরি ফুডপ্রসেসিং শিল্পে বরাদ্দ বাড়িয়ে ১৫০০ কোটি টাকা রাখা হয়েছে। পাশাপাশি এবছর প্রচুর ফুড মার্কেট তৈরি করা হবে বলেও জানা গিয়েছে। স্বাস্থ্যক্ষেত্রে বাজেটে ১২০০০কোটি টাকা বরাদ্দ করেছে সরকার। এর মাধ্যমে নতুন আর্থিক বছরে ন্যাশনাল হেল্থ প্রোগ্রামের অন্তর্গত ৫০লক্ষ মানুষ উপকৃত হবেন। তাঁরা প্রত্যেকেই ৫লক্ষ টাকার স্বাস্থ্য বিমার আওতায় পড়বেন বলে জানা গিয়েছে। পাশাপাশি নতুন আর্থিক বছরে আরও ২৪টি মেডিকেল কলেজ খুলবে কেন্দ্রীয় সরকার। পরিকাঠামো ক্ষেত্রেও রেল ও সড়ক পরিকাঠামো উন্নয়নের কথা বলা হয়েছে। তবে এই খরচ সরকারি না কোনও বেসরকারি সংস্থা করবে তা স্পষ্ট করা হয়নি। এদিকে গ্রামীণ ভারতকে গুরুত্ব দিতে গিয়ে কিছুটা উপেক্ষিত “দ্য গ্রেট ইন্ডিয়ান মিডলক্লাস”। আয়করে কিছুটা ছাড়ের ঘোষণা করলেও ১%25 সেস যোগ করে প্রায় কিছুই থাকছে না মধ্যবিত্তের পকেটে। রিয়াল এস্টেট ক্ষেত্রেও তেমন কোনও ঘোষণা করেনি মোদি সরকার। এদিকে নতুন বছরে আর্থিক ঘাটতি ৩.৫%25 হবে বলে ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে। ফলে মূদ্রাস্ফীতীর সম্ভাবনা রয়েছে। এবং এর ফলে ব্যাঙ্কে সুদের হার বাড়বে। আর ভুগতে হবে মধ্যবিত্তকেই।
( মতামত লেখকের ব্যক্তিগত )
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan