Home / TRENDING / ইস্টবেঙ্গল অনুশীলনে ব্রেক ডান্স দিলেন লোবো থেকে সহকারী কোচ রঞ্জন চৌধুরী

ইস্টবেঙ্গল অনুশীলনে ব্রেক ডান্স দিলেন লোবো থেকে সহকারী কোচ রঞ্জন চৌধুরী

 

ওয়েব ডেস্ক:

অনুশীলনের জন্য লালহলুদ ফুটবলাররা মাঠে এলে সকলকে ব্রেক ডান্স করালেন কোচ খালিদ জামিল। সেখানে লোবো থেকে সহকারী কোচ রঞ্জন চৌধুরী সকলেই শামিল। এমন অভিনব অনুশীলন কলকাতা ময়দান এর আগে কখনও দেখেনি। খালিদ জামিল জানিয়েছেন, হেভি প্র‍্যাকটিস করার আগে জড়তা কাটানোর জন্য এটা করানো।
এবারে ইস্টবেঙ্গলে তারকা খেলোয়াড় নেই বললেই চলে। প্রায় সকলেই অল্প বয়সি ফুটবলার। এ ব্যাপারে অর্ণবকে জিজ্ঞাসা করা হলে তিনি লেস্টার সিটির উদাহরণ দিয়েছেন।
তবে নতুন কোচ খালিদ জামিলকে ঘিরে স্বপ্ন দেখতে শুরু করেছেন ইস্টবেঙ্গল সমর্থকেরা। সাতসকালে গ্যালারিতে সমর্থকদের ভিড় দেখে অবাক খালিদ জামিল। তিনি সমর্থকদের এইভাবেই অংশগ্রহণ এবং ক্লাবের পাশে থাকার কথা জানিয়েছেন নতুন কোচ।

Spread the love

Check Also

এক মাসের মধ্যে  ডিপফেক ভিডিয়োর কোপে চার বলি তারকা

চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স, চলতি মাসের শুরুর দিকে সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়েছিল অভিনেত্রী রশ্মিকা মন্দনার …

মাতৃত্বকালীন সময়ে নিন্দুকেদের সপাটে জবাব দিলেন শুভশ্রী

চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স, হইচই নেটপাড়ায় আর কিছুদিনের মধ্যেই আসছে শুভশ্রীর দ্বিতীয় সন্তান। অনেকেই মনে …

পিতৃহারা হলেন অভিনেতা আরমান, প্রয়াত পরিচালক রাজকুমার কোহলি

চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স, প্রয়াত পরিচালক রাজ কুমার কোহলি। সংবাদমাধ্যম সূত্রে খবর, আজ, শুক্রবার সকাল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *