ওয়েব ডেস্ক:
অনুশীলনের জন্য লালহলুদ ফুটবলাররা মাঠে এলে সকলকে ব্রেক ডান্স করালেন কোচ খালিদ জামিল। সেখানে লোবো থেকে সহকারী কোচ রঞ্জন চৌধুরী সকলেই শামিল। এমন অভিনব অনুশীলন কলকাতা ময়দান এর আগে কখনও দেখেনি। খালিদ জামিল জানিয়েছেন, হেভি প্র্যাকটিস করার আগে জড়তা কাটানোর জন্য এটা করানো।
এবারে ইস্টবেঙ্গলে তারকা খেলোয়াড় নেই বললেই চলে। প্রায় সকলেই অল্প বয়সি ফুটবলার। এ ব্যাপারে অর্ণবকে জিজ্ঞাসা করা হলে তিনি লেস্টার সিটির উদাহরণ দিয়েছেন।
তবে নতুন কোচ খালিদ জামিলকে ঘিরে স্বপ্ন দেখতে শুরু করেছেন ইস্টবেঙ্গল সমর্থকেরা। সাতসকালে গ্যালারিতে সমর্থকদের ভিড় দেখে অবাক খালিদ জামিল। তিনি সমর্থকদের এইভাবেই অংশগ্রহণ এবং ক্লাবের পাশে থাকার কথা জানিয়েছেন নতুন কোচ।