ওয়েব ডেস্ক :
ট্রান্সজেন্ডারদের নিয়ে এখনও স্বাভাবিক নয় আমাদের সমাজ। পথে, ঘাটে, ট্রামে, বাসে নিত্য হেনস্তার শিকার হতে হয় তাঁদের। তবে এবার বোধহয় সময় এসেছে ঘুরে দেখানোর। কারণ, লোক আদালতের বিচারপতি হিসেবে নির্বাচিত হলেন এক ট্রান্সজেন্ডার। নাম জয়িতা মন্ডল মাহি।
গতমাস অবধিও জয়িতা ছিলেন ট্রান্সজেন্ডার কমিউনিটির একজন মেম্বার। তবে ৮ জুলাই আমূল পরিবর্তন আসে তাঁর জীবনে। যে তিনি বাংলার প্রথম ট্রান্সজেন্ডার বিচারক হিসেবে উত্তর দিনাজপুরের ইসলামপুরের অফিসে যান।
জয়িতা জানান, নয় বছর আগে প্রথম যখন তিনি ইসলামপুর আসেন, তখন বেশ কঠিন ছিল ট্রান্সজেন্ডারদের নিয়ে কাজ করা। তবে ধীরে ধীরে আমি বোঝাতে সক্ষম হই, “আমি শুধুই এলজিবিটি কমিউনিটির জন্য কাজ করছি না সঙ্গে সমাজের সকল শ্রেনীর মানুষের জন্য।“
তিনি এও জানান, তাঁর সামাজিক কাজকর্মে কখনই লোক আদালতের কাজ বাধা হবে না।
তবে এক ট্রান্সজেন্ডার শিক্ষক অত্রি কর জানান, “জয়িতার এই সাফল্যে নিশ্চয় খুশি তবে, একজন জয়িতা বা একজন মানবী’কেই মানুষ চিনছে। আমরা তখনই সাফল্য পাব যখন গোটা সমাজ আমাদের গোটা কমিউনিটিটাকে স্বীকৃতি দেবে।”
অন্যদিকে ওয়েস্ট বেঙ্গল ট্রান্সজেন্ডার ডেভলপমেন্ট বোর্ডের সদস্য রঞ্জিতা সিনহা জানান, জয়িতা কারওর কোনও সুপারিশ ছাড়াই এই চাকরি পেয়েছেন, আগামিদিনে ও নিশ্চয় সফল হবে আমার বিশ্বাস।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন