নীল বণিক
পাখির চোখ পঞ্চায়েত নির্বাচন। তৃণমূলকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ বিজেপি নেতৃত্ব। আর তাই নির্বাচনকে সামনে রেখেই এবারে দলের আক্রান্ত কর্মীদের মনোবল বাড়াতে আসরে নামছেন স্বয়ং অমিত শাহ। আক্রান্ত কর্মীদের মনোবল বাড়াতে নতুন প্ল্যান রাজ্য বিজেপির। সূত্রের খবর, আগামী ১২ই সেপ্টেম্বর দলের আক্রান্ত কর্মীদের সঙ্গে বসতে চলেছেন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। দলের কর্মীদের পাশে যে সবসময় দিল্লি রয়েছে, তা বোঝাতেই এই সিদ্ধান্ত নিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। রাজ্যের নানান প্রান্ত থেকে শাসক দলের হাতে আক্রান্ত বিজেপি কর্মীরা কলকাতায় আসবেন। বিজেপি সূত্রের খবর, প্রতিটি জেলা থেকেই আক্রান্ত বিজেপি কর্মীরা কলকাতায় আসবেন। এমনকি তাঁদের সঙ্গে বসে দুপুরের মধ্যাহ্ন ভোজন সারবেন স্বয়ং অমিত শাহ। পঞ্চায়েত নির্বাচনের আগে আক্রান্ত কর্মী ও দলের অন্যান্য কর্মীদের মনোবল বাড়াতে না পারলে তৃণমূলকে টেক্কা দেওয়া যে কোনও ভাবেই সম্ভব নয় তা বেশ ভালোই বোঝেন অমিত শাহ। তাই দেরি না করে নিজেই আসড়ে নামছেন তিনি। এছাড়া কেন্দ্রীয় নেতারা যত গ্রাসরুট লেভেলে ঢুকবেন ততই সংগঠন বাড়বে। দিল্লি সূত্রের খবর, এই কারণেই অমিত শাহ একেবারে তৃণমূল স্তরের কর্মীদের সঙ্গেও জনসংযোগ বৃদ্ধি করতে চান।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan