চ্যানেল হিন্দুস্তান ডেস্ক:
বিধানসভা নির্বাচনের ১০ মাস আগে আচমকা পদত্যাগ করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব।
গতকাল অমিত শাহের সাথে দেখা করেন তিনি, এরপর হঠাৎ আজ দুপুরে আগরতলাতে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন তিনি।
রাজ্যপালের কাছে নিজের পদত্যাগ পাঠিয়েছেন তিনি, এমনকি তার পদত্যাগপত্র গ্রহণ করার জন্য রাজ্যপালকে অনুরোধ করেছেন। তিনি বলেছেন “দল চাইছে ২০২৩ সালের নির্বাচনে আগে সংগঠনের শক্তি বাড়াতে, দল আমাকে সংগঠনের কাজ করতে বলেছে। কেন্দ্রীয় নেতৃত্বের ইচ্ছে তে এবার সংগঠনের কাজ করব।”
তবে রাজনৈতিক মহলের মতে বিপ্লব দেবের সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ। পাশাপাশি জনপ্রিয়তা ও অনেক কমেছে সরকারের। তাই আর বিপ্লব দেবের উপর ভরসা রাখতে চাইছে না কেন্দ্রীয় নেতৃত্ব। ইতিমধ্যেই ভূপেন্দ্র যাদব পৌঁছেছেন আগরতলা।
সূত্রের খবর ইতিমধ্যেই আগামী মুখ্যমন্ত্রী হিসেবে বর্তমান রাজ্য সভাপতি ডাক্তার মানিক সাহা, উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মন, বর্তমান কৃষি পর্যটক পরিবহন মন্ত্রী প্রানজিত সির্নহা রায় ও বর্তমান কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক এর নাম উঠে আসছে।