নীল বণিক :
পুলিশের অগ্রিম ধরপাকড়ের অাশঙ্কায় অাচমকাই থানা ঘেরাও বিজেপির।
দলেের প্রতিবাদ সংকল্প যাত্রা অভিযানে ‘তৃণমূলের হামলার’ প্রতিবাদে প্রতিটি থানার সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি নেয় রাজ্য বিজেপি। কিন্তু রাজ্য বিজেপি নেতাদের অাশঙ্কা ছিল কলকাতা পুলিশকে জানিয়ে কর্মসূচী করলে তা ভণ্ডুল হয়ে যেতে পারে। এই জন্য পুলিশকে সম্পূর্ন অন্ধকারে রেখে বিজেপি কর্মীরা তাদের কর্মসূচী পালন করে। দুপুর একটা নাগাদ অাচমকাই মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুর থানা ঘেরাও করে দক্ষিণ কলকাতার বিজেপি কর্মীরা। যাদপুর, বালিগনঞ্জ, গড়িয়াহাট সহ সব থানাতেই একেবারে অাচমকাই বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখান। সবকিছু বুঝে ওঠার পর থানার সামনে থেকে গেরুয়া বাহিনীর কর্মীদের সরাতে অনেক দেরি হয়ে যায় পুলিশের। তার অাগে অবশ্য প্রত্যেকটি থানা থেকে বিজেপি কর্মীরা চম্পট দেয়। বিজেপি কর্মীদের এই পুলিশের সঙ্গে লুকোচুরি নিয়ে দলের সাধারন সম্পদক সায়ন্তন বসু বলেন, “এই রাজ্যে গনতান্ত্রিক কর্মসূচি পালনে পুলিশ অন্তরায় হয়ে দাঁড়ায়। তাই অামাদের দলের কর্মসূচী পালন করার জন্য এমন পন্থাই অবলম্বন করেছি”
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan