নীল বণিক
১৫ জানুয়ারি, সোমবার কলকাতায় আসছেন প্রমোদকন্যা পুণম মহাজন।
আদালতের নির্দেশ পেয়ে এই মাসের ১৫ থেকে ২০ তারিখ বাইক মিছিল করে প্রতিরোধ সংকল্প যাত্রা পালন করবে বিজেপির যুব মোর্চা।
রাজ্যে দলের যুব সংগঠনকে চাঙ্গা করতে বিজেপির শীর্ষ নেতৃত্বও আন্তরিক বলেই মুরলী মনোহর স্ট্রীটের খবর। সোমবার, যুব মোর্চার বাইক মিছিলের
সূচনা করবেন যুব মোর্চার সর্বভারতীয় সভানেত্রী পুণম মহাজন। পুণম বিজেপির জনপ্রিয় প্রয়াত নেতা প্রমোদ মহাজনের কন্যা। পুণম ছাড়াও প্রত্যেকদিন কোনও না কোনও কেন্দ্রীয় ওজনদার নেতাকে বাইক মিছিলে পাঠাবে দিল্লির বিজেপি। শ্যামবাজার থেকে এই বাইক মিছিল শুরু হয়ে কোচবিহারে গিয়ে শেষ হবে বলে বিজেপি সূত্রের খবর।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan