নীল বণিক
‘‘মাথা যন্ত্রণার ব্যারাম সারাতে গিয়ে মাথা কাটার দাওয়াই দিলেন মমতা!’’ বিসর্জন ইস্যুতে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তকে এই ভাষাতেই কটাক্ষ করলেন বিজেপির মাইনরিটি মোর্চার রাজ্য সভাপতি আলি হোসেন। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আলি হোসেনের প্রশ্ন, ‘‘কোন মুসলিম নেতা আপনাকে বলেছে দূর্গা পুজোর বিসর্জন বাতিল করতে?’’ পাশাপাশি তাঁর দাবি, মাইনরিটি মোর্চা সবসময় চেষ্টা করবে দূর্গা পুজোর বিসর্জন যাতে হিন্দুদের পাঁজি মেনেই হয়।
মুখ্যমন্ত্রীর এই দাওয়াই সম্পূর্ণ ইচ্ছাকৃত বলেও দাবি করেন তিনি। এই দাওয়াইয়ের মাধ্যমেও মুখ্যমন্ত্রী ভোট ব্যাঙ্কে ফায়দা খুঁজছেন। এখানেই থেমে থাকেননি আলি হোসেন। তাঁর আরও অভিযোগ, মুখ্যমন্ত্রীর এহেন সিদ্ধান্তের ফলে দুই সম্প্রদায়ের মানুষের মধ্যে বিভেদ আরও চওড়া হচ্ছে।
যদি সত্যিই সমস্যা থাকত তাহলে তা আলোচনার মাধ্যমে সমাধান করা যেত না? মমতা বন্দ্যোপাধ্যায় আগে দুই সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করতে পারতেন। প্রত্যেকটি রাজনৈতিক দলের সংখ্যালঘু সম্প্রদায়ের নেতাদের নিয়ে বসতে পারত প্রশাসন। কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে এসব কিছুর কোনও উদ্যোগই দেখা যায় নি। ইচ্ছাকৃতই তাঁরা বাংলার দুই সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করে যাচ্ছে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan