নীল বণিক :
বসিরহাটের বাদুড়িয়ার ঘটনা নিযে বৈঠকে রাজ্য বিজেপি। সকালেই দলের সদর দফতরে রাজ্য কমিটির সদস্যদের নিয়ে বৈঠক করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । বৈঠকে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ অবিলম্বে দলের সদস্যদের বাদুড়িয়া গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলার নির্দেশ দেন।
যার পর বিজেপির তরফ থেকে একটি রিপোর্ট তৈরি করা হবে। সেই রিপোর্ট রাজ্য বিজেপির তরফ থেকে দলের সর্বভারতীয় সভাপতির কাছে পাঠানো হবে বলে জানান দিলীপ ঘোষ । তবে কোনমতেই কোন বিশেষ গোষ্ঠীকে প্রাধান্য দেবে না রাজ্য বিজেপি।
বাদুড়িয়ার ঘটনা জনসমক্ষে আনতে রাজ্য বিজেপির নেতাদের প্রচারে নামতে নির্দেশ দেন দিলীপ বাবু। তৃণমূলকে করা ভাষায় আক্রমণ করে প্রচারে যাবার নির্দেশ দেন তিনি। আইনশৃঙ্খলার পরিস্থিতি নিযে রাজ্য সরকারকে আক্রমণ করার কথা বলেন তিনি। বাদুড়িয়ার ঘটনাতে রাজ্য সরকারের পুলিশ যে অপারক তাও প্রচারে আনার নির্দেশ দেন দিলীপ ঘোষ । বাদুড়িয়ার ঘটনা নিয়ে লাগাতার প্রচার করে রাজ্য সরকারের উপর চাপ বারাতে চাইছে বিজেপি।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন