নীল বণিক:
উত্তর ২৪ পরগনা জেলার বাদুড়িয়ায় আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।
গত ৪৮ ঘণ্টা ধরে গোষ্ঠী সংর্ঘষে উত্তপ্ত বাদুড়িয়ার বেশ কয়েকটি জায়গা। বুধবার সকালেও অশোকনগর-সহ বেশ কয়েকটি জায়গায় অবরোধ করেন বিজেপি-র স্থানীয় নেতৃত্ব। বাদুড়িয়ার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। মঙ্গলবার গভীর রাতে তাঁর সঙ্গে ফোনে কথা হয় বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। দিলীপ ঘোষ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বাদুড়িয়া আসবার জন্য অনুরোধও জানান। রাজ্য বিজেপি সভাপতিকে আশ্বস্ত করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, প্রয়োজনে যেতে পারেন বাদুড়িয়া। এমনকী দু’তিন দিনের মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরণরিজজু আসতে পারেন। তাঁর সঙ্গে থাকতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের এক প্রতিনিধি দল। সূত্রের খবর এমনটাই। তবে, কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে রাজ্য বিজেপির কোনও প্রতিনিধি দল থাকবে না বলেই জানা গিয়েছে রাজ্য বিজেপি সূত্রে।
বাদুড়িয়ার ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি এখন বেশ উত্তপ্ত। তার মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বাদুড়িয়া পরিদর্শনে এলে রাজ্য রাজনীতি যে আরও সরগরম হবে এ কথা আর বলার অপেক্ষা রাখে না। তবে, রাজনৈতিক মহলের একাংশের মত বাদুড়িয়া নিয়ে এবার জল মাপবে দিল্লি।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন