নিজস্ব সংবাদদাতা :
অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ করলেন মুজফ্ফরপুর গাড়ি চাপা কান্ডে অভিযুক্ত বিজেপি নেতা মনোজ বৈঠা। বুধবার সকালে আত্মসমর্পণ করেন তিনি। বৈঠাকে পুলিশি হেফাজতে নেওয়ার পর তাঁকে পাটনা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। দুর্ঘটনায় মনোজের চোট লাগে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত ২৪ ফেব্রুয়ারী বিহারের মুজফ্ফরপুরে মনোজ বৈঠার এসইউভি গাড়িতে পিষ্ঠ হয়ে ৯টি শিশুর মৃত্যু হয়। আহত ২০জন। সিসিটিভিতে গাড়ির নম্বর প্লেট ও বিজেপি চিহ্ন দেখা গেলেও মনোজ বৈঠার বিরুদ্ধে পুলিশ এফআইআর নেয়নি বলে অভিযোগ ওঠে। ঘটনায় সারা দেশজুড়ে প্রতিক্রিয়ার পর অবশেষে মঙ্গলবার তদন্তে নামে পুলিশ। মঙ্গলবারই বৈঠাকে ৬ বছরের জন্য দল থেকে বহিষ্কার করে বিজেপি।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan