নীল বণিক
নজীরবিহীন আইন অমান্য কর্মসূচি পালন করলেন বিজেপি কর্মীরা। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ নয়, মারামারি নয় ব্যারিকেড করে মিছিল আটকাতে যাওয়া পুলিশদের সবুজ আবির মাখিয়ে দিলেন আন্দোলনকারিরা।
অভিনব এই প্রতিবাদে ভ্যাবাচ্যাকা খেয়ে দাঁড়িয়ে রইলেন পুলিশ কর্মীরা। রাজ্যের আইনশৃঙ্খলার অবনতির পাশাপাশি নারী নির্যাতনের ঘটনা ক্রমেই বেড়ে চলেছে। রাজ্য সরকারের এই সামগ্রিক ব্যার্থতার প্রতিবাদে রাজ্য বিজেপি আইন অমান্য কর্মসূচি গ্রহন করে। দলের রাজ্য সদর দফতর থেকে রাজ্য বিজেপি কর্মীরা মিছিল করে সেন্ট্রাল অ্যাভিনিউ ছুঁয়ে গনেশ চন্দ্র অ্যাভিনিউয়ে পৌঁছতেই ব্যারিকেড করে মিছিল আটকায় পুলিশ। সেখানে বিজেপি কর্মীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন। তবে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ জানান, আমাদের কর্মসূচী হিংসাত্বক নয়। পুলিশ আইন অমান্য করার জন্য রাজ্য বিজেপি নেতাদের গ্রেফতার করেছে। এদিকে, মিছিল ছেড়ে একদল বিজেপি সমর্থক লালবাজারের দিকে গেলে পুলিশের সঙ্গে তাঁদের ধ্বস্তাধ্বস্তি হয়। দলের আইন অমান্য কর্মসূচী পালন করারর জন্য মিছিলে পা মেলান রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা, মুকুল রায় সহ রাজ্য নেতৃত্ব।