ঈষাণিকা ভোরাই:
মামলা করলেন বিমল গুরুঙ্গ । রায় দিল সুপ্রিম কোর্ট। ধাক্কা খেলো বিজেপি। বুঝতে অসুবিধা হচ্ছে না কি ? তাহলে বুঝিয়ে বলা যাক।
রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিহিংসামূলক আচরণের অভিযোগ এনে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অপসারিত মোর্চা নেতা বিমল গুরুঙ্গ।তার অভিযোগ ছিলো রাজ্য সরকার প্রাতিষ্ঠানিক সুবিধা গ্রহণ করে তার ও অন্যান্য মোর্চা নেতাদের বিরুদ্ধে অন্যায় কেস রুজু করেছে এবং করছে। সুপ্রিম কোর্ট যেন তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগের তদন্ত কোনও কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে করায়। কারণ রাজ্য সরকারের তদন্তকারী সংস্থার প্রতি তার কোনও আস্থা নেই। বিজেপিও কখনও গোপনে কখনও প্রকাশ্যে বিমল গুরুঙ্গদের প্রতি সমর্থনের হাত বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে পাহাড় থেকে নির্বাচিত বিজেপি সাংসদ আলুওয়ালিয়া তো প্রকাশ্যেই বিমল গুরুঙ্গের পাশে দাঁড়িয়ে রাজ্য সরকারের পদক্ষেপের সমালোচনা করেছেন বারবার। কিন্তু শুক্রবার সুপ্রিম কোর্টের রায় বিমল গুরুঙ্গের বিপক্ষে ও রাজ্য সরকারের পক্ষে যাওয়ার সঙ্গে সঙ্গেই পাহাড়ে বিজেপির রাজনৈতিক ভবিষ্যৎ আপাতত কোনো এক খাদের কিণারে দাঁড়িয়ে আছে। কারণ সুপ্রিম রায়ের ফলে যে কোনও দিন বিমল গুরুং-কে গ্রেফতার করতে পারে রাজ্য সরকার। পাশাপাশি পাহাড়ের মাটিতে বিনয় তামাং, অনীত থাপা-দের পথ কণ্টকমুক্ত হলো আপাতত। গোর্খা জনমুক্তি মোর্চার উপর বিনয়, অনীতের দখল আরো পাকাপোক্ত হল। আর এই বিনয়, অনীতের ওপর তৃণমূল তথা তৃণমূল নেত্রীর দখল এখন যেমন পাকাপোক্ত সেরকম যদি ২০১৯-এও থাকে তাহলে পাহাড় থেকে জোড়া ফুল প্রার্থীর জিততে কোনও সমস্যায় পড়তে হবে না। উল্টোদিকে বিমল গুরুং, রোশন গিরি হীন মোর্চার সমর্থন না পেলে এই দার্জিলিং আসনে জামানত বাজেয়াপ্ত হয়ে যেতে পারে বর্তমান বিজেপি সাংসদ আলুওয়ালিয়ার। কারণ বিনয়, অনীত-দের সমর্থন থাকবে যাদের প্রতি, পাহাড়ে জিতবে তারাই, আপাতভাবে ছবিটা এমনটাই। বর্তমান অবস্থায় বলাই যায় অ্যাডভান্টেজ তৃণমূল কংগ্রেস। তবে উন্নয়নের প্রচারে, বিনিয়োগের মউ স্বাক্ষরে সাধারণ মানুষের মন মমতা কতটা জিততে পেরেছেন তার প্রমাণ এখনও হয়নি। বনধে অতিষ্ঠ, ক্ষতিগ্রস্ত পাহাড়বাসী শান্তি ও উন্নয়নের পরিবর্তে গোর্খাল্যান্ডের স্বপ্ন কতটা বিসর্জন দিতে পারবেন, সেই প্রশ্নের উত্তর এখনও স্পষ্ট নয়। গুরুঙ্গকে গ্রেফতার করলে, কেমন প্রভাব পড়বে পাহাড়ি জন মানসে, সেটাও দেখতে হতে। তবে আজকের দিনে দাঁড়িয়ে গুরুঙ্গকে শীর্ষ আদালত ফিরিয়ে দেওয়ায় ২০১৯ এর লোকসভা নির্বাচনে, বিজেপির জেতা দার্জিলিং আসনটি ঘিরে অনেক যদি-কিন্তু জমা হয়েছে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan