ঈষানিকা ভোরাই :
বিশ্ব বাংলা বিতর্ক কে সরিয়ে রেখেই নবান্নে পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব লোগোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
গত দুদিন ধরে শোনা যাচ্ছিল যে কেন্দ্রীয় সরকার নাকি ‘বিতর্কিত বিশ্ব বাংলা’ লোগোটিকেই এই রাজ্যের নিজস্ব প্রতীক হিসাবে স্বীকৃতি দিয়েছে। আর এই স্বীকৃতিকে হাতিয়ার করে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে মুন্ডপাত হচ্ছিল মুকুল রায় ও বিজেপির । তবে শুক্রবার আনুষ্ঠানিক ভাবে সরকারের পক্ষ থেকে যে লোগোর আনুষ্ঠানিক সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাতে কিন্তু বাদ পড়েছে “বিশ্ব বাংলা” শব্দবন্ধটি। অবশ্য
এদিন মুখ্যমন্ত্রী বলেন, “আজ একটা ঐতিহাসিক দিন। স্বাধীনতার ৭০ বছর পর পশ্চিমবঙ্গ সরকার নিজস্ব এমব্লেম (প্রতীক) পেল। কয়েকটি রাজ্যের নিজস্ব (এমব্লেম) আছে। এতদিন কেউ ভাবেনি। আমরা জানতে পেরেই উদ্যোগ নিই।” তিনি আরও বলেন, “দু-এক বছর সময়তো লাগেই। আমরা কেন্দ্রের কাছে দুটি বিষয়ের প্রস্তাব পাঠিয়েছিলাম। একটি এমব্লেম এর নক্সা তৈরি করে অনুমোদনের জন্য পাঠানো হয়। গত পরশু আমরা এর অনুমোদন পেয়েছি। আর একটি প্রস্তাব রাজ্যের নাম পরিবর্তনের বিষয়ে। আলোচনা হয়েছে অনুমতি পেলে জানিয়ে দেব। এর জন্য প্রস্তাবের প্রয়োজনীয় সংশোধন আমরা বিধানসভায় পাস করেছি। অনুমোদন পেতে একটু সময় লাগবে।”
মুখ্যমন্ত্রী এদিন বলেন, “এই এমব্লেম পশ্চিমবঙ্গের তথা বাংলার নিজস্ব এমব্লেম হবে। আজকে তার আনুষ্ঠানিক উদ্ধোধন করলাম। এটি চিরকাল ইতিহাসে লেখা থাকবে। যে কোনও বড় কাজ নীচু স্তর পর্যন্ত পৌঁছতে একটু সময় লাগে। কিন্তু রাজ্য স্তরে আজ থেকে এর ব্যবহার শুরু হল।” মুখ্যমন্ত্রী এদিন সকলকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন এই এমব্লেম বাংলার মানুষের জন্য নববর্ষের উপহার।”
এদিন মুখ্যসচিব জানান,
“এই এমব্লেম পশ্চিমবঙ্গ সরকারের পরিচিতি স্মারক। এটির নক্সা তৈরি করেছেন মুখ্যমন্ত্রী নিজেই।”
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan