নিজস্ব সংবাদদাতা
৪৬১ জন শ্রমিকের স্থায়ীকরণ এবং গ্রেড-পের দাবিতে মেট্রোরেল ভবনের সামনে বিক্ষোভ দেখাল বিজেপির শ্রমিক সংগঠন পাকসু মোর্চা। সংগঠনের মুখপাত্র সাধন তালুকদারের অভিযোগ, মেট্রোরেল কতৃপক্ষ সম্পূর্ন বিনা নোটিশে ও বেঅাইনি ভাবে ৫২ জন শ্রমিককে কাজ থেকে বসিয়ে দিয়েছে। তাই সেইসব শ্রমিকদের অবিলম্বে কাজে ফিরিয়ে নিতে হবে বলে দাবি জানান সাধন। না হলে অাগামী দিনে মেট্রোরেল ম্যানেজমেন্টের বিরুদ্ধে বৃহত্তর অান্দোলনে যাওয়ার হুমকি দেন বিজেপির শ্রমিক সংগঠনের নেতৃত্ব। বরখাস্ত শ্রমিকদের কাজে ফেরাতে মেট্রোরেল কতৃপক্ষের কাছে ডেপুটেশন দেয় পাকসু মোর্চা। এতেও কাজ না হলে আগামী দিনে রেলমন্ত্রীর কাছে দরবার করা হবে বলে জানান পাকসু মোর্চার মুখপাত্র সাধন তালুকদার।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan