নেহা চক্রবর্তী
গোলাপকে যে নামেই ডাকা হোক না কেন সে সুন্দর!
সেই রকমই আগ্রার বিখ্যাত শ্বেত সৌধকে তাজমহলই বল আর তেজা মহালয়া, তার সৌন্দর্যের কোনও হেরফের হয় না। তবে এই সৌন্দর্য রক্ষা করাও একটা বড় কাজ। সেই কাজটিই এবার কঠোরভাবে করছে কতৃপক্ষ।
এর প্রবেশের উপর এবার আনা হল নতুন নিয়ম। প্রতিদিন ৩০ হাজারের বেশি পর্যটককে ঢুকতে দেওয়া হবে না সৌধের অন্দরে। এছাড়াও সমাধি কক্ষের ভিতরে প্রবেশ করার জন্যেও শুরু করা হবে আলাদা টিকিটের ব্যবস্থা। ১৫ বছরের নীচে যাদের বয়স সেই সব বাচ্চার জন্যেও থাকবে জিরো চার্জ। আর্কিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়ার দাবি এতে কত জন পর্যটক প্রতিদিন এখানে আসছেন তার নির্দিষ্ট একটি হিসেব থাকবে। সৌধে প্রবেশের জন্যে টিকিট অনলাইন বা অফলাইন যেভাবেই কাটা হোক না কেন, ৩০ হাজারের সংখ্যা পেরোলেই বন্ধ করে দেওয়া হবে বুকিং।সোমবার একটি বৈঠকে এই প্রস্তাবে রাজি হয়েছেন এএসাই-এর ডিরেক্টর জেনারেল। কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রকের যুগ্ম সচিব, আগ্রা জেলা প্রশাসনের প্রতিনিধি এবং সিআইএসএ-এর আধিকারিকরাও এই ব্যাপারে একমত হয়েছেন। মঙ্গলবার এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan