ওয়েব ডেস্ক:
পর্রিকরের মৃত্যুতে পিছিয়ে গেল বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ! এমনিতেই একাধিক কারণে গেরুয়া শিবির বার বার প্রার্থী তালিকা প্রকাশে পিছিয়ে যাচ্ছিল, এর মধ্যে গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পর্রিকরে মৃত্যু। যার ফলে পিছিয়ে গেল বিজেপি’র লোকসভা ভোটের প্রার্থী তালিকা প্রকাশ।
উল্লেখ্য, রবিবার বিকেলে শেষ নিশ্বাস ত্যাগ করেন মনোহর পর্রিকর। সূত্রের খবর, সোমবার বিকেল ৫টায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। তার আগে আম জনতা যাতে পর্রিকরকে শেষ শ্রদ্ধা জানাতে পারে তার জন্য প্রয়াত বিজেপি নেতা তথা গোয়ার মুখ্যমন্ত্রীর মরদেহ রাখা থাকবে রাজ্য বিজেপির সদর দফতরে।
এদিকে পর্রিকরের প্রয়াণের জেরে সোমবার বিজেপি’র সমস্ত কর্মসূচি স্থগিত রাখা হয়েছে। বাতিল করা হয়েছে নির্বাচনী কমিটির বৈঠকও। সেই বৈঠকেই প্রার্থী তালিকা নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল বলে খবর।
সূত্রের খবর, আগামীকাল অর্থাত্ মঙ্গলবার বিজেপি’র আংশিক প্রার্থী তালিকা ঘোষণা হলেও হতে পারে।