পার্থসারথি পাণ্ডা :
‘যখন নীরবে দূরে’, ‘সাগরমেলা’, ‘ম্যানিকুইন মেয়ে’ আর ‘অস্থির আয়না’র মতো অনবদ্য সব গান নিয়ে ‘শহর’ এখন ‘পেরিয়ে সময়ে সাঁকো’ বিশ বছরে পা দিয়েছে। বিশ বছর আগের এক বৃষ্টিমুখর দিনে বন্ধুদের নিয়ে অনিন্দ্য বোস গড়ে তুলেছিলেন ‘শহর’।
‘শহর’ তাঁর চেতনার আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে। নিজেকে ‘অনিন্দ্য শহর’ বলতে তাই তিনি এত ভালোবাসেন!
‘শহর’-এ অনিন্দ্য গান লেখেন, সুর দেন, কন্ঠ দেন; বাংলা ছবির গল্প লেখেন, চিত্রনাট্য লেখেন, গান লেখেন, এমনকি অনেক জনপ্রিয় সিরিয়ালের টাইটেল সঙও তিনি সুর দিয়েছেন, লিখেছেন। এসব কোন নতুন কথা নয়, তাঁর ভারসিটিলিটির কথা সবাই জানেন। যেটা নতুন কথা, সেটা হচ্ছে, এবছরই বাংলা ছবিতে তিনি প্রথম সঙ্গীত পরিচালনার জগতে পা রাখলেন। ছবির নাম ‘কায়া’। এতে তাঁর লেখা ও সুরে দুটি গান আছে। ‘কি দেব, কি দেব’ আর ‘ধোঁয়া ধোঁয়া’। প্রথমটি নিজে গেয়েছেন, দ্বিতীয়টি অন্বেষা। দুটো গানই এখন মোবাইলে মোবাইলে কলার টিউন, ইউটিউবে ভাইরাল।
পরিচালক রাজীব চৌধুরী শিলং-চেরাপুঞ্জির পটভূমিতে তৈরি করেছেন মার্ডার-মিস্ট্রি, ‘কায়া’। চেরাপুঞ্জির মেঘে ঢাকা, স্যাঁতসেঁতে, আবছায়া প্রকৃতি আর আলো-অন্ধকারে ঢাকা চরিত্রগুলোর মনের রহস্যময়তা অনিন্দ্য তাঁর কথা ও সুরের মায়ায় এমনভাবে ধরেছেন যে, সমস্তটাই বুকের গভীরে গিয়ে হন্ট করে। ছবিটি রিলিজ করবে ২৩ ফেব্রুয়ারি। তাই তৈরি থাকুন একইসঙ্গে মিস্ট্রি ও মেলোডির সঙ্গী হতে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan