নিজস্ব প্রতিনিধি :
সাইক্লোনে ক্ষতিগ্রস্ত কন্যাকুমারির বিস্তীর্ন সমুদ্র তীরবর্তী এলাকায় ত্রান শুরু করল ভারত সেবাশ্রম সঙ্ঘ।
গত ৫ ডিসেম্বর সঙ্ঘের কন্যাকুমারি,ত্রিবান্দম, রামেশ্বরম ও হ্রায়দ্রাবাদ শাখার পক্ষ থেকে রান্না করা খাবার, চিঁড়ে, গুড়, সহ প্রয়োজনীয় জিনিস দুর্গত মানুষদের মধ্যে বিতরন করা শুরু হয়েছে। সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন,ত্রিবান্দম শহরের পুন্থুরা, আম্বালাতারা,কোভালাম বিচ সংলগ্ন এলাকায় ২ ডিসেম্বর থেকে জলমগ্ন মানুষদের মধ্যে রান্না করা খাবার বিতরন শুরু হয়েছে। এছাড়া
শুচিন্দ্রম, মুদুরামপত্তি,পুথথুথাল, ইন্দিরা কলোনী, বালকৃষ্ণপুর, কড়াইগ্রাম সহ বেশ কয়েকটি এলাকায় ত্রান বিতরন করা হচ্ছে। ব্রহ্মচারী শুকদেব, স্বামী সুস্মিতানন্দজী ও স্বামী ভেঙ্কটেশ্বরানন্দজী মহারাজের নেতৃত্বে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan