Breaking News
Home / TRENDING / Bengal Politics, Post poll violence: এবার সক্রিয় High Court

Bengal Politics, Post poll violence: এবার সক্রিয় High Court

ভোট পরবর্তী সমস্ত সন্ত্রাসের ঘটনা এফআইআর করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেয়।
সেই সঙ্গে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে হামলায় যারা আহত হয়েছে তাঁদের প্রত্যেকের চিকিৎসার ব্যবস্থা রাজ্যকে করতে হবে। এমন কি তাঁরা  যাতে রেশন পায় তার উদ্যোগ নিতে হবে সরকারকে।

কারও যদি রেশন কার্ড না থাকে তাঁরাও যাতে রেশন পায় তা নিশ্চিত করতে হবে রাজ্য সরকারকে। ভোট-পরবর্তী সন্ত্রাসের কলকাতা হাইকোর্টের নির্দেশে জাতীয় মানবাধিকার কমিশন বিশেষ দল তৈরি করেছে।
এই দল এই মুহূর্তে রাজ্যের  সন্ত্রাস কবলিত এলাকাগুলি পরিদর্শন করছেন। কয়েকদিন আগেই তাঁরা দিল্লি থেকে কলকাতায় এসেছেন।

সন্ত্রাস কবলিত এলাকা পরিদর্শনের পর কলকাতা হাইকোর্টের কাছে রিপোর্ট জমা দেবেন জাতীয় মানবাধিকার কমিশনের দলটি। ভোটের পর রাজ্যজুড়ে সন্ত্রাস চলছে বলে অভিযোগ করা হয়েছে বিরোধী দলগুলোর পক্ষ থেকে।
এখনো বহু মানুষ ঘরছাড়া। অনেকের সম্পত্তি লুট করা হয়েছে। আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বহু লোকের ঘর বাড়িতে। এই নিয়ে শুধু রাজ্য নয় দেশের রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে।

যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরবর্তী সন্ত্রাসের কথা অস্বীকার করেছেন। মুখ্যমন্ত্রীর দাবি ছিল, ক্ষমতায় আসার পর রাজ্যে সন্ত্রাসের কোনো ঘটনা ঘটে নি। সবটাই বিজেপির গিমিক।
কলকাতা হাইকোর্ট মুখ্যমন্ত্রীর দাবি মানে নি। তাই হাইকোর্টের নির্দেশে জাতীয় মানবাধিকার কমিশন পরিস্থিতি খতিয়ে দেখছে। পরবর্তী ক্ষেত্রে মানবাধিকার কমিশনের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেবে কলকাতা হাইকোর্ট।

Spread the love

Check Also

চোরেদের মন্ত্রীসভা… কেন বলেছিলেন বাঙালিয়ানার প্রতীক

ডঃ অরিন্দম বিশ্বাস : আজ বাংলার এবং বাঙালির রাজনীতির এক মহিরুহ চলে গেলেন। শ্রী বুদ্ধদেব …

আদবানি-সখ্যে সংকোচহীন ছিলেন বুদ্ধ

জয়ন্ত ঘোষাল : লালকৃষ্ণ আদবানির বাড়িতে বুদ্ধদেব ভট্টাচার্য মধ্যাহ্ন ভোজে আসবেন। বাঙালি অতিথির আপ্যায়নে আদবানি-জায়া …

নির্মলার কোনও অর্থনৈতিক চিন্তা-ভাবনা নেই

সুমন ভট্টাচার্য এবারের বাজেটটা না গরিবের না মধ্যবিত্তের না ব্যবসায়ীদের কাউকে খুশি করতে পারলো। দেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *