Breaking News
Home / TRENDING /  জিএসটিতে সারা দেশে এগিয়ে রাজ্য

 জিএসটিতে সারা দেশে এগিয়ে রাজ্য

নীল বণিক : 

জিএসটি বিরোধিতায় বরাবরই এক নম্বর মুখ হিসেবে দেশ দেখেছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে। জিএসটির বিরুদ্ধে পথে নেমে বিরোধিতা করেছেন তৃণমূল সুপ্রিমো। জিএসটির ফলে শিল্প জগতে একটা বড় প্রভাব পড়েছে বলে কেন্দ্র সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন তিনি। তবে, কেন্দ্রীয় সরকারের এক তথ্যে আপাতত চোখ কপালে উঠেছে রাজ্যবাসীর। বিরোধিতা করা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য থেকেই নাকি জিএসটিতে সবথেকে বেশি রেজিস্ট্রেশন হয়েছে। শনিবার এমনই তথ্য সামনে আনলেন কেন্দ্রীয় অর্থদফতরের প্রতিমন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল। এদিন অর্জুনরাম মেঘওয়াল রাজ্যের শিল্পপতিদের সামনে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, গণতন্ত্রে মমতা বন্দ্যোপাধ্যায় জিএসটির বিরোধিতা করতেই পারেন। এই জিএসটির মাধ্যমেই রাজ্যের কোষাগার আরও লাভের দিকে এগিয়ে যাবে বলেও জানান তিনি। এই তথ্য প্রকাশের পর কিছুটা হলেও ব্যাকফুটে রাজ্য সরকার। নোট বাতিল, জিএসটি ইস্যুতেই কেন্দ্রকে কোণঠাসা করার চেষ্টা করে চলেছে মমতা সহ বিরোধী দলগুলি। তবে, আখেড়ে লাভ যে কিছুই হচ্ছে না তা আরও একবার স্পষ্ট হয়ে গেল। আপাতত এই তথ্য প্রকাশের পর মমতা ‌বন্দ্যোপাধ্যায়ের উত্তরের দিকেই নজর অর্জুনরাম মেঘওয়ালের।

Spread the love

Check Also

চোরেদের মন্ত্রীসভা… কেন বলেছিলেন বাঙালিয়ানার প্রতীক

ডঃ অরিন্দম বিশ্বাস : আজ বাংলার এবং বাঙালির রাজনীতির এক মহিরুহ চলে গেলেন। শ্রী বুদ্ধদেব …

আদবানি-সখ্যে সংকোচহীন ছিলেন বুদ্ধ

জয়ন্ত ঘোষাল : লালকৃষ্ণ আদবানির বাড়িতে বুদ্ধদেব ভট্টাচার্য মধ্যাহ্ন ভোজে আসবেন। বাঙালি অতিথির আপ্যায়নে আদবানি-জায়া …

নির্মলার কোনও অর্থনৈতিক চিন্তা-ভাবনা নেই

সুমন ভট্টাচার্য এবারের বাজেটটা না গরিবের না মধ্যবিত্তের না ব্যবসায়ীদের কাউকে খুশি করতে পারলো। দেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *