নীল বণিক :
জিএসটি বিরোধিতায় বরাবরই এক নম্বর মুখ হিসেবে দেশ দেখেছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে। জিএসটির বিরুদ্ধে পথে নেমে বিরোধিতা করেছেন তৃণমূল সুপ্রিমো। জিএসটির ফলে শিল্প জগতে একটা বড় প্রভাব পড়েছে বলে কেন্দ্র সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন তিনি। তবে, কেন্দ্রীয় সরকারের এক তথ্যে আপাতত চোখ কপালে উঠেছে রাজ্যবাসীর। বিরোধিতা করা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য থেকেই নাকি জিএসটিতে সবথেকে বেশি রেজিস্ট্রেশন হয়েছে। শনিবার এমনই তথ্য সামনে আনলেন কেন্দ্রীয় অর্থদফতরের প্রতিমন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল। এদিন অর্জুনরাম মেঘওয়াল রাজ্যের শিল্পপতিদের সামনে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, গণতন্ত্রে মমতা বন্দ্যোপাধ্যায় জিএসটির বিরোধিতা করতেই পারেন। এই জিএসটির মাধ্যমেই রাজ্যের কোষাগার আরও লাভের দিকে এগিয়ে যাবে বলেও জানান তিনি। এই তথ্য প্রকাশের পর কিছুটা হলেও ব্যাকফুটে রাজ্য সরকার। নোট বাতিল, জিএসটি ইস্যুতেই কেন্দ্রকে কোণঠাসা করার চেষ্টা করে চলেছে মমতা সহ বিরোধী দলগুলি। তবে, আখেড়ে লাভ যে কিছুই হচ্ছে না তা আরও একবার স্পষ্ট হয়ে গেল। আপাতত এই তথ্য প্রকাশের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরের দিকেই নজর অর্জুনরাম মেঘওয়ালের।