নীল বণিক :
মমতার ঘন ঘন দিল্লি যাওয়া প্রসঙ্গে এবারে কটাক্ষ করল বিজেপি। ২০১৯-এ নির্বাচন নিয়ে বেশি চিন্তিত তৃণমূল, তাই তৃণমূল সুপ্রিমো বারবার দিল্লি যাতায়ত করছেন। কিন্তু বিজেপি যে কোনও ভাবেই বিরোধী দল বা বিরোধী মহাজোট নিয়ে চিন্তিত নয় তা পরিস্কার ভাষায় বুঝিয়ে দিলেন, কেন্দ্রীয় অর্থদফতরের প্রতিমন্ত্রী অর্জুনরাম মেঘাওয়াল। এদিন তিনি জানান, বিরোধী মহাজোটকে নিয়ে একেবারেই চিন্তিত নয় বিজেপি। ২০১৯ নয় বরং ২০২১-ই পাখির চোখ বলেও দাবি করেন তিনি। শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নয় মহাজোট প্রসঙ্গে কংগ্রেসকেও কটাক্ষ করতে পিছুপা হননি অর্জুনরাম মেঘওয়াল। গণতন্ত্রে যে বিরোধী দলের একটা ভূমিকা রয়েছে সেকথাও বিরোধী দলকে মনে করিয়ে দেন তিনি। তবে, সেই ভূমিকা পালনে কংগ্রেস ব্যর্থ বলেও কটাক্ষ করেন তিনি। তবে, বিজেপি বিরোধী দলগুলিকে একত্রিত করে মমতা বন্দ্যোপাধ্যায় যদি সঠিক ভূমিকা পালন করতে পারে তাহলে আখেড়ে লাভ হবে গণতন্ত্রেরই।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news