চ্যানেল হিন্দুস্থান ডেস্কঃ পায়ে চোট পেয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল থেকে ছিটকে গেছেন কেএল রাহুল । তাঁর পরিবর্তে নির্বাচকরা দলে নিয়েছেন ঈশান কিষানকে । তবে কি ঈশান কিষান দলে ডাক পাওয়ায় ঋদ্ধিমান সাহার আর জায়গা হল না। অথবা ঋদ্ধি কি সত্যিই ডাক পেতেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়শিপের ফাইনালে? তাঁর প্রতি কি সমর্থন ছিল সিলেকশন কমিটির? এই প্রশ্ন এখন অনেকেরই ।
বোর্ডের সিলেকশন কমিটির অন্তর্বর্তীকালীন প্রধান শিবসুন্দর দাস সমর্থন জানান ঈশান কিষানকে। চলতি আইপিএলে ভাল খেলার পুরস্কার পেয়েছেন অজিঙ্কে রাহানে। বিদেশের মাটিতে অতীতে ভাল খেলার নজর রয়েছে তাঁর। সেই কারণেও রাহানেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য ভাবা হয়েছে। তবে চলতি আইপিএল – এ নিজের কেরামতি দেখিয়েছেন ঋদ্ধিও । তাঁর কিপিং নজর কেড়েছে সকলেরই । সেই ঋদ্ধিকে নিয়েই স্বপ্ন দেখছিলেন অনুগামীরা । আদেও বোর্ডে ঋদ্ধিকে নিয়ে কোন আলচনা হয়েছে কি না এবার তা সামনে এল ।
বোর্ডের সঙ্গে জড়িত নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি সংবাদ সংস্থা পিটিআই-কে জানিয়েছেন, ”বর্ডার-গাভাসকর ট্রফিতে দ্বিতীয় উইকেট কিপার ছিল কিষান। ঋদ্ধিমান সাহাকে নিয়ে কোনও আলোচনা হয়নি।” জাতীয় দলের হয়ে ঋদ্ধি শেষবার খেলেছেন ২০২১ সালের ডিসেম্বরে। সেই টেস্ট ম্যাচ হয়েছিল ওয়াংখেড়েতে।এক বছর আগেই ঋদ্ধি আশঙ্কা প্রকাশ করেছিলেন, তাঁকে হয়তো আর ডাকা হবে না ভারতীয় দলে। এবার ঋদ্ধির আশঙ্কাই সত্যি হল । তবে বোর্ডের এই রুপ তথ্য সামনে আসায় ক্ষুব্ধ ক্রিকেট প্রেমিদের একংশ ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news