নিজস্ব সংবাদদাতা
সংগীতানুষ্ঠান সেরে ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু ঘটল তিন শিল্পীর । সোমবার দুর্ঘটনাটি ঘটেছে ২ নম্বর জাতীয় সড়কে পূর্ব বর্ধমানের নবাবহাট সংলগ্ন আজিরবাগান এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে ‘মৃতরা হলেন দেবজ্যোতি হাজরা (৩২ ), মৈত্রী হাজরা( ৩০ ) ও নোটন বাগ (৩৫)। মৈত্রী-র স্বামী দেবজ্যোতি । তাদের বাড়ি বর্ধমান শহরের কানাইনাটশাল এলাকায় । অপর মৃত নোটন বাগ এর বাড়ি বর্ধমানের তেলমারুই পাড়ায় । দুর্ঘটনার জেরে এদিন কিছু সময়ের জন্য জাতীয় সড়কের কলকাতা মুখী যান চলাচল বিঘ্ন হয়।
সংগীত শিল্পী হিসাবে বর্ধমান শহরবাসীর কাছে পরিচিত দেবজ্যোতি ও তার স্ত্রী মৈত্রী । তাদের নিজস্ব গানের দল রয়েছে । পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে , রবিবার দুর্গাপুরের লাউদোহায় সংগীত অনুষ্ঠানে যোগ দিয়ে ফিরছিলেন শিল্পীরা । প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ,গাড়ি চালাচ্ছিলেন দেবজ্যোতি । আজিরবাগান এলাকায় গাড়ির সামনের চাকা আচমকা ফেটে গেলে চালক দেবজ্যোতি গাড়ি নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হন । তাদের গাড়িটি সজোরে গিয়ে ধাক্কা মারে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি লরির পেছনে । শিল্পীদের গাড়িটি একেবারে দুমড়ে মুচড়ে যায় । পুলিশ ও স্থানীয় মানুষজন গাড়ির দরজা ভেঙে তিন শিল্পীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায় । সেখানে চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন ।