ওয়েব ডেস্ক
কোথাও কিছু হল বা হলনা, টুক করে সোশ্যাল মিডিয়ায় পেন চালানো। কখনও বা খানিক বিতর্ক উস্কে দেওয়া সবই চলে সোশ্যাল মিডিয়ার দেওয়াল জুড়ে। কেউ বা স্রেফ কবি লেখক। এবার তাঁদের কথাই ভাবল বইচই ডট কম। আসুন খোলসা করি।
অনলাইন লেখক এবং ব্লগারদের জন্য এ এক অভিনব সাহিত্য সম্মান, নাম ‘বইচই অর্ন্তজাল সাহিত্য সম্মান’। এ ভাবনার সহযোগী হয়েছে ‘দ্য কাফে টেবল’ প্রকাশনা সংস্থা।
কয়েক বছর ধরে সোশ্যাল মিডিয়ায় লেখালেখির একটা ট্রেন্ড তৈরি হয়েছে। ফেসবুক, টুইটার, বিভিন্ন ব্লগে লিখছেন লেখকরা। যার ফলে একটা নতুন ধারা এসেছে বাংলা লেখার জগতে, যা কেউ সমর্থন করছেন বা কেউ নয়। সেসব বিতর্কের বিষয়। তবে সোশ্যাল মিডিয়ায় লিখে জনপ্রিয় হয়েছেন অনেকেই। এমনকী সেইসব লেখকদের সংকলিত বইও প্রকাশ পাচ্ছে। বইচই ডট কমের কর্ণধার অভীক সরকারের কথায় ‘এটি প্রচলিত পুরস্কারের মতো নয়। এক্ষেত্রে কেবলমাত্র সেইসব লেখকদের বই-ই বিবেচিত হবে, যাঁরা অনলাইনে বেশি পরিচিত এবং যাঁদের লেখা মানুষ পড়তে পছন্দ করেন।’
যাঁরা অনলাইনে তেমন সড়গড় নন তাঁদের কথা ভেবে বই এর সংকলন। তাঁরা যাতে বইটি পড়েন এবং তার বিচার করতে পারেন। পুরস্কার দেওয়া হবে তিনটি বিভাগে কবিতা, গল্প এবং অন্য গদ্য।
তবে এই নতুন ধারার চিন্তা নতুন প্রজন্মকে আরও খানিকটা বইমুখী করে তুলবে নিঃসন্দেহে।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
শো-এর টিআরপি তলানিতে তাই অসুস্থ কপিল শর্মা, বলছেন কপিলের স্ত্রী