চ্যানেলে হিন্দুস্থান নিউজ ডেস্ক:
বয়স মাত্র ৫। এককথায় খেলার বয়স। কিন্তু এই বয়সেই একটা আস্ত রেকর্ড করে ফেলল এই ছোট্ট মেয়েটি। কথা হচ্ছে আরুহির। বহরমপুরের কোর্ট মোড়ের পাপন ও সুতপা চন্দ’র বছর ৫ একের তরী (স্থানীয়দের কাছে এই নামেই পরিচিত)। সবাই যখন খেলনা বাটি বা পুতুল খেলায় ব্যস্ত, তখন ছোট্ট তরী ব্যস্ত থেকেছে নাচ- গান আরও লেখাপড়াতে।
নিয়মিত বাড়িতে পুজো হয়, পড়া হয় লক্ষী পাচালি। আর সেই থেকেই আগ্রহ শুরু আরুহি বা তরী। এতদিন টিকটক বা ফেসবুকে কখনো গান গেয়ে বা কখনও নাচ করে জনপ্রিয় হয়েছিল তরী। তবে লক ডাউন চলে আসায় মায়ের কাছে বায়না ধরে সে। আর পড়াশোনার ফাঁকে মা সুতপা চন্দ’র কাছেই শিখতে থাকে বিভিন্ন মন্ত্র। রোজ নিয়ম করেই এই অনুশীলন। ঘড়ি ধরে প্র্যাক্টিস।
শেষ পর্যন্ত এলো সাফল্য। মাত্র ২ মিনিটে ১৩টি মন্ত্র ঝরঝর করে মুখস্থ বলতে পারে সে। ইতিমধ্যেই মিলেছে তার স্বীকৃতিও। ছোট্ট তরীর নাম উঠেছে’ইন্ডিয়া বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে।
এই নিয়ে আরুহির বক্তব্য,” আমি নিজে নিজে মায়ের কাছে এগুলো শুনে শুনে শিখেছি। এখন আমি দু’ মিনিটে ১৩ টা মন্ত্র বলতে পারি। আমি খুব খুশী এই পুরস্কার পেয়ে।” মেয়ের সাফল্যের খুশী মা’।
সুতপা চন্দ’র বক্তব্য, ” কোনো জোড়াজুড়ি নয়, ও নিজে থেকেই এগুলো করত। মনের তাগিদে মেয়ে এই অসাধ্য সাধন করেছে ও।”