চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক-
গ্রেপ্তার বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। আসানসোলে কম্বল বিতরণ অনুষ্ঠান পদপিষ্ট হওয়ার ঘটনায় গ্রেপ্তার তিনি। নয়ডার যমুনা এক্সপ্রেসওয়ে থেকে তাকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশ এবং শনিবারই তাকে রাজ্যে আনার প্রক্রিয়া শুরু হয়ে গেছে।
আসানসোলে কম্বর বিতরণের অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে ৩ জনের মৃত্যু হয়েছিল। সেই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শুভেন্দু অধিকারী। এই ঘটনায় আসানসোলের প্রাক্তন মেয়র তথা বর্তমান বিজেপি নেতা জিতেন্দ্রক বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল। সেই ঘটনায় এদিন দিল্লি থেকে আগ্রা যাওয়ার পথে তাকে গ্রেপ্তার করে আসানসোল-দুর্গাপুর কমিশনারেট পুলিশ। ইতিমধ্যে দিল্লি বিমানবন্দরে তাকে নিয়ে যাওয়া হয়েছে, কলকাতায় আনার চেষ্টা চলছে।
পুলিশ সূত্রে খবর, ১০ দিন আগে আসানসোল-দুর্গাপুর পুলিশের একটি দল দিল্লিতে পাড়ি দেয়। বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় তারা, কিন্তু বিজেপি নেতার হদিশ মেলেনি। অবশেষে এদিন আগ্রা যাওয়ার পথে জিতেন্দ্রকে গ্রেপ্তার করল পুলিশ। তবে আসানসোলের প্রাক্তন মেয়ররের সঙ্গে তাঁর স্ত্রী চৈতালি ছিলেন কি না তা এখনও খোলসা করেননি।