চ্যানেল হিন্দুস্থান বিনোদন ডেস্কঃ জিয়াগঞ্জের সাধারন ঘরের ছেলে অরিজিৎ । হিন্দি টেলিভিশনের রিয়ালিটি শোয়ের মাধ্যমে মুম্বই যাত্রা । তারপর থেকেই দীর্ঘদিনের প্রচেষ্টা নিজেকে তৈরি করার। আর তার পর “ফির লে আয়া দিল” গানের মাধ্যমে প্রথমবার ফেমাস হন তিনি। তারপর থেকে তাঁর কণ্ঠের সম্মোহনে আচ্ছন্ন অনুরাগীরা। স্টেজে ওঠার পর সমস্ত প্রতিকুলতা কে উপেক্ষা করে যতক্ষণ গাইবেন বলে কথা দিয়েছেন, ততক্ষণ গাইতে থাকেন। শিলিগুড়িতেও তার ব্যাতিক্রম হল না। গত মঙ্গলবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে ছিল অরিজিতের কনসার্ট । স্টেজে ওঠার কিছুক্ষণের মধ্যেই শুরু হয় বৃষ্টি । তবে তা উপেক্ষা করে একের পর এক গান গেয়ে দর্শকদের মন জয় করলেন অরিজিৎ সিং।
সোমবার রাতেই ট্রেনে করে এনজেপি স্টেশনে পৌঁছান শিল্পী। তাঁর আগমনের খবর পেয়ে স্টেশন চত্বরে ভিড় জমান অনুগামীরা । অনুগামী দের সাথে আড্ডায় মাতেন তিনি। তারপর সোজা চলে যান কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে । সেখানের ব্যবস্থাপনাও খতিয়ে দেখলেন তিনি। সময় মেনেই কনসার্ট শুরু করেন অরিজিৎ। একের পর এক গান গেয়ে যেতে থাকেন তারকা। বৃষ্টির মধ্যেও চলতে থাকে তাঁর সুরের সফর। স্টেজে অনুরাগীর দেওয়া টুপি মাথায় পরে মন ভোলানো হাসি, গ্ল্যামারের অহংকার ছেড়ে আবারও অনুগামীদের কাছে ধরাদিলেন জিয়াগঞ্জের ভূমিপুত্র অরিজিৎ ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news