চ্যানেল হিন্দুস্থান ডেস্কঃ অরিজিৎ সিং, নাম শুনলেই মেতে ওঠেন সঙ্গীত প্রেমিরা। তাঁর সুরের জাদুতে কিছুদিন আগেই মেতে উঠেছিল কলকাতাবাসী। মঙ্গলবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামঅরিজিতের কনসার্ট।আর সেই জন্যই শিলিগুরির উদ্দেশ্যে রওনা দিলেন তিনি । শুধু গান শোনাই নয় প্রিয় শিল্পিকে একঝলক দেখতে এনজেপি স্টেশনে ভির জমিয়েছেন অনুরাগীরা। সোমবারই তিস্তা-তোস্তা এক্সপ্রেসে চেপে শিলিগুড়ির উদ্দেশ্যেই যাত্রা সুরু করেছেন শিল্পী। আর সেই খবর পাওয়া মাত্রই মঙ্গলবার মধ্যরাত থেকেই স্টেশনে ভির জমাতে শুরু করেছেন অনুগামিরা। রাত আড়াইটে নাগাদ স্টেশনে পৌঁছে অনুগামী দের সঙ্গে আড্ডায় মাতলেন অরিজিৎ। অনুরাগীদের সামনে দেখে বরাবরের মতনই জনসমুদ্রে মিশে গেলেন শিল্পী, শুভেচ্ছা বিনিময়ও করলেন। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় এক্তি ভিডিও ভাইরাল হয়েছে সেখনে দেখা যাচ্ছে, অরিজিৎ আজিমগঞ্জ স্টেশনে নেমে আড্ডা দিচ্ছেন স্টেশনে উপস্থিত মানুষদের সঙ্গে। আজ সন্ধ্যা ৬ টায় শুরু হবে অরিজিতের কনসার্ট। আপাতত তারই অপেক্ষায় রয়েছেন অনুগামীরা ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news