নীল বণিক :
বীরভূমের মাটিতে ফের অনুব্রত ঘনিষ্ঠদের কোপের মুখে রামপুরহাট থানার এক বাঙালি সিংঘম। রামপুরহাট থানার সাব ইন্সপেক্টর মহম্মদ মিকাইল মিঞার সঙ্গে বেশ কিছুদিন ধরেই বনিবনা হচ্ছিল না অনুব্রত মন্ডল ঘনিষ্ঠ তৃণমূল নেতাদের। অভিযোগ বেশ কিছুদিন ধরেই স্থানীয় তৃণমূল নেতারা রামপুরহাট থানার এসআই মহম্মদ মিকাইল মিঞাকে দেখে কটূক্তি করতেন। ‘দাদাকে’ বলে রামপুরহাট ছাড়া করবেন বলেও হুমকি দিতেন। বীরভূমের বেতাজ বাদশা অনুব্রত মণ্ডলের অনুগামীদের গোটা রামপুরহাট জুড়ে একাই ‘শাসনে’ রাখার চেষ্টা করতেন মিকাইল মিঞা। নিরপেক্ষতা রেখে কাজ করার জন্য রামপুরহাটের বাসিন্দাদের মনে দাগ কেটেছিলেন তিনি। তবে তাঁকে ‘দেখে নেওয়ার’ জন্য যে উঠেপড়ে লেগে ছিলেন কেষ্ট-অনুগামীরা। বৃহস্পতিবার স্থানীয একটি সমস্যা নিযে তৃণমূল কর্মীদের সঙ্গে তাঁর সামান্য বাদানুবাদ হয় বলে খবর। তারপরেই রামপুরহাটের স্থানীয় তৃণমূল নেতারা মহম্মদ মিকাইলের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেন। এই অভিযোগের ভিত্তিতেই তাঁকে সরতে হয়েছে রামপুরহাট থানা থেকে। বর্তমানে তাঁকে কম্পালসারি ওয়েটিংযে পাঠান হয়েছে।
কেষ্টর ইচ্ছায় কর্ম। না মানলে শাস্তির খাঁড়া! অনুব্রতর ‘আপন দেশে’ এখন এটাই দস্তুর!
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan