নীল বণিক :
উত্তরপ্রদেশের কায়দায় বঙ্গে ভোট চান বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।
আগামী পঞ্চায়েত ভোটেই তিনি উত্তরপ্রদেশ মডেলকে ফলো করতে চান। দিল্লি সূত্রের খবর পঞ্চায়েত ভোটের একটি ডেটাবেস তৈরি করার জন্য দলের আইটি সেলকে নির্দেশ দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। বঙ্গের ৭০০০০ বুথের সমস্ত তথ্য থাকবে দিল্লির কাছে। এমনকি বুথকমিটির প্রত্যেকের নাম ও ফোন নম্বরও থাকবে টিম অমিত শাহের কাছে। এছাড়া পঞ্চায়েত ভোটে যাঁরা বুথের পোলিং এজেন্ট থাকবেন তাঁদের ছবি সহ বায়োডাটা পাঠানোর নির্দেশ রাজ্য বিজেপিকে দিয়েছেন অমিত শাহ। প্রয়োজনে দিল্লিতে বসেই যাতে পঞ্চায়েত ভোটের সমস্ত তথ্য পেয়ে যান দিল্লির নেতারা, সেইজন্যেই এই ব্যবস্থা। আগামী মার্চের শুরুতেই রাজ্য নেতাদের এই কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন অমিত শাহ। উত্তরপ্রদেশে এই কায়দাতেই বিগত তিন মাস ধরে দলের নিচু তলার কর্মীদের মধ্যে যোগাযোগ রেখেছিলেন অমিত শাহের টিম। তাতেই যোগী-রাজ্যে এমন সাফল্য পেয়েছিল টিম আমিত শাহ। এমনটাই মনে দলীয় নেতৃত্ব। এবার সেই একই কায়দাতে কোমর বেঁধে পঞ্চায়েত ভোটে নামতে চাইছে বিজেপির শীর্ষ নেতৃত্ব।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan