নীল বণিক :
মুকুলের মুখে তালা লাগাতে অভিষেক কলকাতা ছেড়ে ছুটেছিলেন আলিপুরদুয়ার! তবে কোথায় তালা আর কোথায়ই বা চাবি! দিল্লি থেকে কলকাতায় উড়ে এসে মমতা-অভিষেকের নাকের ডগায় আবার একই কথার পুনরাবৃত্তি করলেন মুকুল রায়। এবার ব্যখ্যা সমেত। বিশ্ববাংলা নিয়ে মুকুল রায়ের মুখ বন্ধ করতে আদালতের দ্বারস্থ হয়েছিলেন মুখ্যমন্ত্রীর ভাইপো। আলিপুরদুয়ার সিভিল কোর্টের নির্দেশও ছিল বিশ্ববাংলা নিয়ে কোনও মন্তব্য না করার। তবুও মুকুল বললেন। আইনজীবী অরুণাভ ঘোষ ইতিমধ্যেই নিম্ন আদলতের এই নির্দেশের যৌক্তিকতা নিয়েই প্রশ্ন তুলেছেন। বিস্ময় প্রকাশ করেছেন, আর এক আইনজীবী সর্দার আমজাদ আলিও। আইন বাঁচিয়েই চাণক্য আবার অভিষেককে বিঁধলেন, তবে এবার আর এক ধাপ এগিয়ে মমতাকেও এই বিশ্ববাংলা কাণ্ডে জড়িয়ে নিলেন মুকুল।
আদালতে দেওয়া অভিষেকের হলফনামা সাংবাদিকদের সামনে তুলে ধরে মমতা বন্দোপাধ্যাযের সততা নিয়ে আরও একবার প্রশ্ন তুললেন মুকুল রায়। তাঁর দাবি, আদালতে হলফনামা দিয়ে অভিষেক জানিয়েছেন বিশ্ববাংলার সত্ত্বের দাবি তিনি নিজের ইচ্ছায় জানাননি, বরং মুখ্যমন্ত্রীর কথাতেই তিনি এই কাজ করেছেন করেছেন। তাই তাঁর দেওয়া হলফনামাই প্রমান করে বিশ্ববাংলা কাণ্ডে মুখ্যমন্ত্রীও জড়িত। বিজেপির রাজ্য সদর দফতরে বসে যখন মুকুল রায় অভিষেকের দেওয়া হলফনামার কাগজ সামনে এনে আক্রমন করছেন, ঠিক তখন তৃণমূলে ভবনের নেতারা মুকুলের এবারের আক্রমণ কোন যুক্তিতে সামলাবেন তা স্থির করতেই ব্যস্ত। পাল্টা বিবৃতি ছাড়া মুকুল রায়ের বিরুদ্ধে একটাও দুর্নীতির কাগজ এখনও প্রকাশ করতে পারেনি কালীঘাট।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan