নিজস্ব সংবাদদাতা :
অনুব্রতর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুললেন মুকুল রায়। শনিবার বোলপুরে অনুব্রত যখন নাম না করে বিজেপি নেতাদের বীরভূমে বেড়াতে আসা ও ‘পীঠস্থান গুলিতে প্রণাম করে আবার ফিরে যাক’ বলে কটাক্ষ করছেন তখন প্রায় ৮০ কিমি দূরে ঝাড়খণ্ড সীমান্তবর্তী রাজনগরের তাঁতিপাড়ায় অনুব্রতর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে শীতের দুপুরে রাজনীতির বাজার গরম করলেন তৃণমূলত্যাগী বিজেপি নেতা মুকুল রায়। এদিন তিনি বলেন, বোলপুরে ব্যোম ভোলে ব্যোম রাইস মিল কার? আর সেখান থেকে অন্ত্যোদয় যোজনার চাল কে কেনে? নাম না করেই মুকুল রায় বলেন, ”ব্যোম ভোলে ব্যোম রাইস মিলের মালিক কে? ওই রাইস মিল থেকে ২০১৬-১৭ আর্থিক বছরে অন্ত্যোদয় যোজনার আওতায় ৯ হাজার ১৩ কুইন্টাল ১৮,০২৭ বস্তা চাল কিনেছে প্রশাসন। কেন একটি মাত্র রাইস মিল থেকে চাল কেনা হল? এছাড়াও বোলপুর পার্শ্ববর্তী গয়েসপুর, খোসকদমপুর, কালিকাপুর মৌজায় ৪২৫ কাঠা জমি কার নামে কেনা বলে প্রশ্ন ছুঁড়ে দেন মুকুল। অনুব্রতও পাল্টা জবাব দিয়ে বলেন, ২০০২ সালে আমার ও আমার স্ত্রী ছবি মন্ডলের নামে কেনা। অনেক আগে আমি কিনেছি। তৃণমূল সরকারের আমলে নয়। মুকুল মিথ্যা অভিযোগ করছেন। আমি কোনও মিথ্যা বলি না।
গত ২৪ ডিসেম্বর সিউড়িতে মুকুল রায় বলেন, আমি অনুব্রতকে নিয়ে এমন কিছু বলব যার পর ওকে বাংলা থেকে পালাতে হবে, নয় পদ ছাড়তে হবে। সেই মত আজ মুকুল কি বলেন তা শোনার জন্য উৎসুক হয়ে ছিল রাজনৈতিক মহল ও সংবাদ মাধ্যম। জমির মালিকানার উত্তর অনুব্রত দিয়েছেন। তবে অন্ত্যোদয়ের চাল ও ব্যোম ভোলে ব্যোম প্রশ্নের উত্তর এদিন পাওয়া যায়নি।