Home / TRENDING / লালুর সাজা দলে কোনও প্রভাব ফেলবে না, বলছেন ভোলা যাদব

লালুর সাজা দলে কোনও প্রভাব ফেলবে না, বলছেন ভোলা যাদব

নিজস্ব সংবাদদাতা :

পশুখাদ্য কেলেঙ্কারিতে সাড়ে তিন বছরের সাজা ঘোষনা হল বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের। আজ রাঁচীর একটি বিশেষ আদালতে এই রায় ঘোষনা হয়। কারাদন্ড ছাড়াও আরও ৫ লক্ষ টাকার জরিমানাও দিতে হবে লালুকে। এই বিষয়ে লালুর আইনজীবী বলেন, সাড়ে তিন বছরের সাজা হওয়ার কারনে এই মুহুর্তে জামিন পাচ্ছেন না তিনি, তবে হাই কোর্টে আপিল করা হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব লালুকে বাড়ি ফিরিয়ে আনা হবে। সাজা ঘোষনার পর থেকেই আরজেডির বিরুদ্ধে চর্চায় সরগরম সকল রাজনৈতিক মহল। লালু যাদবের বাসভবনে বসেছে আজেডির বিশেষ বৈঠক। দলের প্রধান কর্মকর্তা ছাড়া কি করে চালানো হবে দল সে নিয়েই বসেছে বৈঠক। লালুর কাছের লোক ভোলা যাদবকে এই বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন, লালুকে দল থেকে আলাদা করার চক্রান্ত করা হয়েছে।গরীব লোকের আওয়াজ দমনের জন্যে এই সাজা। তবে আরজেডির প্রত্যেকেই দলের ওপর আস্থা রাখেন তাই লালু ছাড়া দল এখন ততটাই স্বাবলম্বী যতটা আগে ছিল।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

এক মাসের মধ্যে  ডিপফেক ভিডিয়োর কোপে চার বলি তারকা

চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স, চলতি মাসের শুরুর দিকে সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়েছিল অভিনেত্রী রশ্মিকা মন্দনার …

মাতৃত্বকালীন সময়ে নিন্দুকেদের সপাটে জবাব দিলেন শুভশ্রী

চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স, হইচই নেটপাড়ায় আর কিছুদিনের মধ্যেই আসছে শুভশ্রীর দ্বিতীয় সন্তান। অনেকেই মনে …

পিতৃহারা হলেন অভিনেতা আরমান, প্রয়াত পরিচালক রাজকুমার কোহলি

চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স, প্রয়াত পরিচালক রাজ কুমার কোহলি। সংবাদমাধ্যম সূত্রে খবর, আজ, শুক্রবার সকাল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *