নিজস্ব সংবাদদাতা :
পশুখাদ্য কেলেঙ্কারিতে সাড়ে তিন বছরের সাজা ঘোষনা হল বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের। আজ রাঁচীর একটি বিশেষ আদালতে এই রায় ঘোষনা হয়। কারাদন্ড ছাড়াও আরও ৫ লক্ষ টাকার জরিমানাও দিতে হবে লালুকে। এই বিষয়ে লালুর আইনজীবী বলেন, সাড়ে তিন বছরের সাজা হওয়ার কারনে এই মুহুর্তে জামিন পাচ্ছেন না তিনি, তবে হাই কোর্টে আপিল করা হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব লালুকে বাড়ি ফিরিয়ে আনা হবে। সাজা ঘোষনার পর থেকেই আরজেডির বিরুদ্ধে চর্চায় সরগরম সকল রাজনৈতিক মহল। লালু যাদবের বাসভবনে বসেছে আজেডির বিশেষ বৈঠক। দলের প্রধান কর্মকর্তা ছাড়া কি করে চালানো হবে দল সে নিয়েই বসেছে বৈঠক। লালুর কাছের লোক ভোলা যাদবকে এই বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন, লালুকে দল থেকে আলাদা করার চক্রান্ত করা হয়েছে।গরীব লোকের আওয়াজ দমনের জন্যে এই সাজা। তবে আরজেডির প্রত্যেকেই দলের ওপর আস্থা রাখেন তাই লালু ছাড়া দল এখন ততটাই স্বাবলম্বী যতটা আগে ছিল।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan